কাল বাংলাদেশের (Bangladesh) ঢাকার রাস্তায় এক মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়। সেদেশের সরকারের নতুন আইনে একসাথে হাজার হাজার রিক্সা চুরমার করে দেয়। তারই সাথে সাথে বাংলাদেশ সরকার যেন ধ্বংস করে দেয় হাজার হাজার গরীবের রুটি রুজির শেষ সম্বল টুকু। এই দৃশ্য আরো হৃদয় ভারী করে দেয় যখব প্রকাশ্যেই কেঁদে ফেলেন এক গরীব রিক্সাওয়ালা। ভিডিওতে সে জানায় সে করোনায় কাজ চলে যাওয়ার পর সে কিস্তিতে রিক্সাটি কিনেছিল। এবার তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই।
মাত্র ১৫ দিন আগেই লকডাউনে কাজ হারিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছিলেন বাংলাদেশের ফজলুর রহমান। অর্থ সংকটের মধ্যে থেকেও সুখের মুখ দেখতে ৮০ হাজার টাকা ধার করে এই রিকশা কিনেছিলনে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। রিকশা চালিয়ে যা উপার্জন হত, তাই দিয়েই অন্নের সংস্থান করতেন।
সোমবার বাংলাদেশের জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তরফ থেকে শুরু হয় ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান। এই অভিযানে তুলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ফজলুর রহমানের রিকশাটাও। একমাত্র রোজগারের পথ এভাবে বন্ধ হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন ফজলুর রহমান। শেষ সম্বল টুকু হারিয়ে, পরিবাররে লোকজনের কথা চিন্তা করে হাউহাউ করে কেঁদে ওঠেন।
ফজরুলের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদেরও চোখে জল আসে। সকলেই বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে। কিন্তু ফজরুলের অন্নের সংস্থান কিভাবে হবে তা নিয়ে মাথা ঘামান নি একজন ছাড়া কেউই। নিজের সীমিত সাধ্যের মধ্যেই আহসান ভুঁইয়া নামের এক যুবক তাকে কিনে দিয়েছেন নতুন রিক্সা। ফেসবুকে ফজরুলের হাসিমুখের ছবি শেয়ার করে তার বক্তব্য ‘আমরা চাইলেই বদলে দিতে পারি’।
https://www.facebook.com/100027573005587/posts/660664068196021/?sfnsn=wiwspwa&d=w&vh=i