বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ পুনের মাটিতে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। পরপর তিন ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল রোহিত শর্মারা। মাঠেও তার প্রতিফলন দেখা গেল বেশিরভাগ সময়।
সেদিন চোটের জন্য তারকা অলরাউন্ডার এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মাঠে নামতে পারেননি। তার জায়গায় দায়িত্বে থাকা নাজমুল শান্ত টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর শুরুটা চমৎকারভাবে করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম (৫১) এবং লিটন দাস (৬৬)। কিন্তু তারা দুজন আউট হতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: কপিল দেবের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামবে রোহিত! ভয়ে কাঁপবে বোলাররা
একসময় মনে হচ্ছিল ২৩০-২৪০ রানের মধ্যেই আটকে যাবে টাইগাররা। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ভারতের সামনে ২৫৭ রানের লক্ষ্য রাখতে সমর্থ হয় বাংলাদেশ। এর জন্য কৃতিত্ব প্রাপ্য অভিজ্ঞ মুশফিকুর রহিম (৩৮) এবং মাহমুদুল্লাহর (৪৬)। শেষ বলে ছক্কা মারেন শরিফুল।
আরও পড়ুন: বাংলাদেশকে কাঙাল বানানোর অভিনব প্ল্যান রোহিতের! একাদশে ১টি বদল, তাতেই বাজিমাত করবে ভারত
মূলত বাংলাদেশ রান তুলতে পেরেছে বুমরা বাদে ভারতের বাকি দুই পেশার সিরাজ (২/৬০) এবং শার্দুল ঠাকুরের (২/৫৯) সামনে। অসাধারণ বোলিং করেন ভারতের স্পিনাররা। কুলদীপ (১/৪৭) এবং জাদেজাকে (৩/৩৮) খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। এর পাশাপাশি অসাধারণ ফিল্ডিং ও করেছে ভারত। রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল কিছু উড়ন্ত ক্যাচ নিয়ে নজর কাড়েন।