বাংলা হান্ট ডেস্ক: এবার বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির জন্য একটি ভালো খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ারকে তার পাওনার একটি অংশ সফলভাবে পরিশোধ করেছে। ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যুৎ সরবরাহ চুক্তির অধীনে, মোট ২ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এখনও পর্যন্ত ১.২ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়েছে।
আদানির পাওনা মেটাচ্ছে বাংলাদেশ (Bangladesh)
রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে যে, সম্প্রতি বাংলাদেশ (Bangladesh) অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। কিন্তু, বাংলাদেশের এই অর্থ প্রদানের ফলে বোঝা যাচ্ছে যে সেখানকার অর্থনীতি আবার সঠিক পথে ফিরে আসছে। উল্লেখ্য যে, ২০২২ সালে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে বাংলাদেশ ইমপোর্ট কস্ট বৃদ্ধির সম্মুখীন হয়। যার কারণে ওই দেশের অর্থনীতি চাপের মধ্যে ছিল।
এদিকে, গত বছরের অগাস্ট মাসে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। সেই সময়ে রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর পদ থেকে পদত্যাগ করতে হয়। যার কারণে বাংলাদেশ (Bangladesh) আমদানি করা বিদ্যুতের দাম পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হয়। যার ফলে আদানি পাওয়ার দেশটিতে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করতে বাধ্য হয়। তবে, গত কয়েক মাসে এই পরিস্থিতির উন্নতি দেখা গেছে।
আরও পড়ুন: একী কাণ্ড! IPL-এ অভিষেক শর্মাকে লাথি মারলেন শুভমান গিল? ভিডিও ভাইরাল হতেই শুরু সমালোচনা
১০০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে: এই প্রসঙ্গে আদানি পাওয়ারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ ঝা জানিয়েছেন ওই কোম্পানিটি এখন বাংলাদেশে (Bangladesh) পুনরায় ১০০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। মূলত, বাংলাদেশ থেকে প্রাপ্ত অর্থ এখন মাসিক বিলিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার কোম্পানির আয় রিপোর্টের পর বিশেষজ্ঞদের সাথে কথা বলার সময়ে ঝা জানান যে, “আমরা বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা এখন যে বকেয়া পেমেন্ট পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি।” তিনি এটাও জানান, বর্তমান পরিশোধগুলি কেবল বিদ্যমান বিলগুলিই পূরণ করেনি বরং পুরনো বকেয়াও হ্রাস করতে শুরু করেছে।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর কেরিয়ারও কী ডুবে যাবে? দ্রাবিড়ের সময়ে এই ৩ তরুণ তারকার সাথেও হয়েছিল এমনটাই
আদানি পাওয়ার আশা প্রকাশ করেছে: এমতাবস্থায়, আদানি পাওয়ার আশা প্রকাশ করেছে যে, এই ধারা অব্যাহত থাকবে এবং বাকি ৯০০ মিলিয়ন মার্কিন ডলারও শীঘ্রই পরিশোধ করা হবে। ঝা বলেন, “আমরা আশাবাদী যে আমরা কেবল চলতি মাসের বিলের নিয়মিত পেমেন্ট পেতে থাকব না, বরং পুরনো বকেয়াও পরিশোধ করা সম্ভব হবে।” এদিকে, এই ইতিবাচক অগ্রগতি বাংলাদেশ এবং আদানি পাওয়ারের মধ্যে আর্থিক চুক্তিতে শক্তিশালী উন্নতির ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি এটি অতীতের অসুবিধার পরেও জ্বালানি সহযোগিতা বজায় রাখার জন্য উভয় পক্ষের প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে। এটাও অনুমান করা হচ্ছে যে, বাংলাদেশের (Bangladesh) ঋণ পরিশোধের বর্তমান গতি অব্যাহত থাকলে, বাকি ঋণ শীঘ্রই সম্পূর্ণরূপে পরিশোধ হবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: