বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল (Noble)। বিগত কয়েক বছর ধরে লাগাতার কোনো না কোনো কারণে বিতর্কে জড়িয়েছেন তিনি। নারী নির্যাতন থেকে মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাইতে ওঠা, মাদক সেবনের মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কুৎসা করেছেন ভারতেরও। এবার আবারও এক গুরুতর অভিযোগে ফাঁসলেন নোবেল (Noble)। এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন নোবেল।
অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার নোবেল (Noble)
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক কলেজ পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে নোবেলের (Noble) বিরুদ্ধে। সাত মাস ধরে ওই কলেজছাত্রীকে ডেমরার একটি বাড়িতে আটকে রাখেন নোবেল। এই দীর্ঘ সময়ে তাঁর উপরে চলেছে লাগাতার শারীরিক অত্যাচার এবং ধর্ষণ। সেই সব ভিডিও নাকি নিজের মোবাইলেও তুলে রাখতেন নোবেল (Noble)। মেয়েটি পালানোর চেষ্টা করলেই দেওয়া হত হুমকি। এমনটাই জানিয়েছেন ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান।
ভাইরাল হয় ভিডিও: উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, একটি মেয়েকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল (Noble)। পুলিশের দাবি, ভিডিওর মেয়েটিই নাকি কলেজ পড়ুয়া নির্যাতিতা। এমনকি তাঁকে খুঁজে পেতেও নাকি কাজে এসেছে ভাইরাল ভিডিওটি।
আরো পড়ুন : এক সপ্তাহ ধরে বাতিল একগুচ্ছ ট্রেন, চরম দুর্ভোগের মুখে হাওড়া ডিভিশনের যাত্রীরা
সোমবার উদ্ধার হয় ছাত্রী: পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ভিডিওটি চোখে পড়ে নির্যাতিতা মেয়েটির বাবা মায়ের। টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পুলিশে অভিযোগ জানান তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে ডেমরায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় ওই ছাত্রীকে।
আরো পড়ুন : একি কাণ্ড! পুলিশের তোলা নেওয়ার অভিযোগ, মহিলা চেপে ধরতেই কান্না সিভিক ভলান্টিয়ারের, হাত জোড় করলেন SI-ও
জানা যাচ্ছে, ওই সময় নাকি ওই বাড়িতেই ছিলেন নোবেল (Noble)। তবে পুলিশের আসার খবর পেয়েই কোনো রকমে সেখান থেকে পালিয়ে যান। জানা যাচ্ছে, দেশ ছেড়ে পালানোরও প্ল্যান করে রেখেছিলেন নোবেল। কিন্তু তার আগেই ধরা পড়েন তিনি। সোমবার রাতে ডেমরা থানার পুলিশ গ্রেফতার করে নোবেলকে।