বাংলা হান্ট ডেস্ক: সোমবার রাত থেকেই স্টেশন চত্তর ভিড়ে ভারাক্রান্ত।যাত্রীদের একটু বসার দাঁড়ানোরও নেই অবকাশ।হাজার হাজার মানুষ সেখানে লাইনে অপেক্ষা করছেন টিকিট কাটার জন্য। মঙ্গলবারের কমলাপুর রেলস্টেশন একেবারে জমজমাট।তবে যাঁরা স্টেশনে এসে টিকিট কাটতে পারছেন না, তাঁদের জন্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপে টিকিট কাটা পারছেন।
প্রসঙ্গত আগামী ১১ অগস্ট ঈদুল আজহা উপলক্ষে সোমবার বাংলাদেশে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার দ্বিতীয় দিনও টিকিট বিক্রির জন্য ভিড় শেষ নেই।এতসব তড়িঘড়ি শুধুমাত্র ঈদের দিন প্রিয়জনদের সঙ্গে কাটাতে চাওয়ার ইচ্ছেতে।
রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে। ঢাকার পাঁচটি জায়গা থেকে আগাম টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে আগাম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজশাহী, বনানী থেকে দেওয়া হচ্ছে নেত্রকোনাগামী ট্রেনের টিকিট এবং পুরাতন ফুলবাড়িয়া স্টেশন থেকে দেওয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জের টিকিট।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার