“তুমি সেরাটা পাওয়ার যোগ্য”, কৃষ্ণনাম নিয়ে লিটন দাসের পাশে দাঁড়ালেন তার স্ত্রী সঞ্চিতা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য অনেক বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদেরই মন ভেঙে দিয়েছিল। শাকিব বলেছিলেন তারা বিশ্বকাপ জিততে আসেননি এবং যদি ভারতকে হারাতে পারেন সেটি একটি অঘটন হবে। কথাটি একপ্রকার সত্যি হলেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন বক্তব্য দলের মন বলে প্রভাব ফেলতে বাধ্য। তার ওপর প্রথমে ব্যাট করে ভারত যখন ১৮৪ রানের একটি বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে লিখে রেখেছিল তখন ভারতীয় দলের সমর্থকরা তো বটেই বাংলাদেশের সমর্থকরা ও ধরে নিয়েছিলেন তারা বড় ব্যবধানে হারবেন।

কিন্তু তেমনটা হয়নি, তার অন্যতম বড় কারণ হলো বাংলাদেশের ওপেনার লিটন দাসের ব্যাটিং। টুর্নামেন্টের দুরন্ত ফর্মে থাকা ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিংদের পিটিয়ে ২৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কা সহ ৬০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন লিটন। কিন্তু বৃষ্টি ম্যাচের মাঝে বিঘ্ন ঘটায় এবং তারপর লোকেশ রাহুলের একটি দুর্দান্ত থ্রোয়ের দৌলতে লিটনকে ড্রেসিংরুমে ফিরতে হয় এবং সেখান থেকেই বাংলাদেশের পতন শুরু হয় ও শেষ পর্যন্ত মাত্র ৫ রানের ব্যবধানে ম্যাচ হারে তারা।

সেই বাংলাদেশ-ভারত ম্যাচের পর নিজের স্বামীর পাশে দাঁড়িয়েছেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। সেই হাইভোল্টেজ ম্যাচের পর ফেসবুক অ্যাকাউন্টে লিটনের একটি ছবি পোস্ট করেন তার সহধর্মিনী। সেই ছবিতে দেখা যায় যে এক দুর্দান্ত সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন লিটন।

সেই ছবির ব্যাকগ্রাউন্ডে লেখা আছে, ‘একটি ক্যালেন্ডার বর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা ক্রিকেটার, লিটন দাস (২০২২)।’ তার সঙ্গে সঞ্চিতা ক্যাপশন হিসাবে লিখেছেন, ‘সময়ের উপর ভরসা রাখ। তোমার জন্য আমি খুবই গর্বিত প্রিয় স্বামী। তুমি সব জায়গায় সেরাটা পাওয়ার যোগ্য। আমি আশা করবো তুমি যে জিনিসের যোগ্য সেটাও তুমি পাবে। হরে কৃষ্ণ।’

Screenshot 20221104 205230 Samsung InternetScreenshot 20221104 205230 Samsung Internet

প্রসঙ্গত, এখনও টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যায়নি বাংলাদেশ। রবিবার যদি নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটাতে পারে, তাহলে পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। সেদিন পাকিস্তানের বিরুদ্ধেও যদি এমন একটি ইনিংস খেলতে পারেন লিটন, তাহলে হয়তো নিজের প্রতিভা ও প্রচেষ্টার যোগ্য মর্যাদা পাবেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর