ভারতকে ভুলে পাকিস্তানের প্রতি ঝোঁক! ইউনূসের সৌজন্যে সব সীমা পার করল অকৃতজ্ঞ বাংলাদেশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনার পতনের পর থেকেই আচমকা ভারত বিদ্বেষ জোরালো হয়ে উঠেছে বাংলাদেশের (Bangladesh) মানুষদের একাংশের। এদিকে ভারতের সাহায্য ছাড়া দিন গুজরান করাও সমস্যাজনক পড়শি দেশের কাছে। কারণ চাল, পেঁয়াজের মতো খাদ্যদ্রব্যের জন্য ভারতের শরণাপন্ন হতে হয় তাদের। ভারত বিদ্বেষের মাঝেই এ দেশ চাল পাঠানো হয়েছে বাংলাদেশে (Bangladesh)। তবে এবার বিপদের দিনের বন্ধু ভারতকে দূরে ঠেলে পাকিস্তানের সঙ্গে হাত মেলাল বাংলাদেশ। পাকিস্তান থেকে এবার চাল কিনছে পড়শি দেশ।

পাকিস্তানের থেকে চাল কিনছে বাংলাদেশ (Bangladesh)

পাকিস্তানের থেকে ৫০ হাজার টন চাল কিনতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানি সংবাদ পত্র সূত্রে খবর, এই বিপুল পরিমাণ চাল নিয়ে পাকিস্তানের ‘ন্যাশনাল শিপিং কর্পোরেশন’ এর একটি জাহাজ কাসিম বন্দর থেকে রওনা হয়ে বাংলাদেশের বন্দরে পৌঁছাবে। বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে আবার বাণিজ্য শুরু করতে চলেছে ইউনূস সরকার।

Bangladesh started trade again with Pakistan

ফের বাণিজ্য শুরু দুই দেশের মধ্যে: একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান’। জন্ম হয় বাংলাদেশের (Bangladesh)। সেই যুদ্ধে ভারতের অবদানের কথা আজ বিস্মৃত হয়েছে বাংলাদেশ (Bangladesh)। হাসিনা বিদায়ের পর থেকেই বিভিন্ন সময়ে পাকিস্তানের প্রতি আনুকূল্যের আভাস পাওয়া গিয়েছে বাংলাদেশের একাধিক প্রশাসনিক ব্যক্তিদের কথায়। এবার ইতিহাস ভুলে সরাসরি পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আবারো শুরু করল বাংলাদেশ (Bangladesh)।

আরো পড়ুন : স্বামী ভেবে কিনা “দাদা”র সঙ্গে সংসার! TRP ধরতে “বিষ্ফোরক” প্রোমো জি এর সিরিয়ালের, ট্রোলে ভাসল নেটপাড়া

কী চুক্তি হয়েছে: পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগেই আবারো দু দেশের মধ্যে শুরু হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য। জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী পাকিস্তান ৫০ হাজার টন চাল বিক্রি করবে বাংলাদেশকে (Bangladesh)। দু দফায় সেই চাল পাকিস্তান থেকে জাহাজ মাধ্যমে পৌঁছাবে বাংলাদেশের কোনো বন্দরে। মার্চের শুরুর দিকেই দ্বিতীয় জাহাজটি পাকিস্তান থেকে রওনা দিতে পারে বাংলাদেশের উদ্দেশে।

আরো পড়ুন : “ভারত অনেক সুবিধা নেয়, এবার ওরা সাহায্য করুক”, আচমকাই “মুড সুইং” ট্রাম্পের, ব্যাপারটা কী?

পাক সংবাদ মাধ্যম সূত্রে আরো জানা গিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সূত্রপাত হয়েছিল গত বছর হাসিনা সরকারের পতনের পর থেকেই। সঙ্গে এও বলা হয়, এক্ষেত্রে নাকি বাংলাদেশই প্রথম আগ্রহ প্রকাশ করে। আর তারপরেই পালটা সাড়া দেয় শেহবাজ শরিফ সরকারও। তবে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে বাংলাদেশ যেভাবে পাকিস্তান ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাতে উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X