ভারতের সঙ্গে এঁটে উঠতে শেষমেশ পাকিস্তান-চিনের সাথে সন্ধি! তলে তলে বিরাট ষড়যন্ত্র বাংলাদেশের

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের সঙ্গে সঙ্গে ভারত (India) বিরোধিতাও বাড়ছে পাল্লা দিয়ে। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভের জন্ম দিয়েছে সর্বত্র। এরপরেই পালটা ওপার বাংলায় ভারতীয় (India) পতাকাকে অবমাননা করার ঘটনা প্রকাশ্যে আসে। আর এবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত পাওয়া গেল।

ভারতের (India) সঙ্গে যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামানের। তাঁর কথায় ইঙ্গিত মিলেছে, পাকিস্তান এবং চিনের থেকে মদত নিয়ে সেনাবাহিনীর শক্তি বাড়াতে চলেছে বাংলাদেশ। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, পাকিস্তানের থেকে খুব উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ। তখন কি সেটাকে পাকিস্তান প্রীতি বলা হবে?

Bangladesh taking help from China and Pakistan to beat India

গোপন আঁতাত চিন পাকিস্তানের সঙ্গে: তিনি আরো বলেন, জে ৭ (জে ১৭) যুদ্ধবিমান পাকিস্তান এবং চিনের যৌথ প্রযুক্তিতে তৈরি, যা বিশ্বের অন্যতম আধুনিক এফ ৩৫ যুদ্ধবিমানের সমান। পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমানটি অনেক কম দামে পাওয়া যাবে। আর বাংলাদেশের কাছে এই যুদ্ধবিমান চলে এলে ভারতকে (India) হতাশ করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : হাঁটু মুড়ে বসলেন কনের সামনে, দিল্লির বিয়েবাড়িতে উদ্দাম নাচ শাহরুখের, ৫৯-এও দেখাচ্ছেন ভেলকি!

বিষ্ফোরক মন্তব্য অধ্যাপকের: তিনি আরো বলেন, ‘আমাদের কাছে আরো সুযোগ আসবে। মণিপুর, মিজোরামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি এটা সরাসরি বলে ফেলছি, বলব। স্বাধীনতাকামীরা যদি এগিয়ে আসে, তাদের দিক থেকে আমাদের মুখ ফেরানো উচিত হবে না। জাতীয় স্বার্থের প্রশ্ন’। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের থেকে পরমাণু চুক্তি করার প্রস্তাবও রাখতে শোনা গিয়েছিল এই অধ্যাপককে।

আরও পড়ুন : ‘পিকচার আভি বাকি হ্যায়’… মুক্তির এক বছর পরেও দাপট অব্যাহত, ভারতের পর এই দেশে মুক্তি পেল ‘জওয়ান’

এদিকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কিছু পেজে একটি ম্যাপের ছবি ভাইরাল করা হচ্ছে। সেখানে দেখা গিয়েছে সিকিম, অসম, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকেও। সেই সঙ্গে লেখা হয়েছে, তৃতীয় স্বাধীনতা যুদ্ধের অপেক্ষা। তবে বাংলাদেশে চলা পরিস্থিতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি নয়াদিল্লি থেকে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর