বহিরাগত আক্রমণ ঠেকানই লক্ষ্য, তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনছে বাংলা

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের প্রতিরক্ষার মুকুটে এক নতুন পালক যোগ হতে চলেছে। তুরস্কের কাছ থেকে ঘাতক ‘বায়রাক্তার’ টিবি-টু ড্রোন কিনতে চলেছে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ সেনাবাহিনী সূত্রের খবর, আলোচনা পর্ব শেষ হওয়ার পর এই ড্রোন কেনা নিয়ে নির্মাণকারী সংস্থার সাথে চুক্তিও করা হয়ে গেছে।

তুরস্কের ঘাতক এই ড্রোনটি এর আগে বহু যুদ্ধে ব্যবহার করা হয়েছে। রাশিয়া – ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধে রাশিয়া সেনাবাহিনীর কাছে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তুরস্কের তৈরি এই  ‘বায়রাক্তার’ টিবি-টু ড্রোন। এই ড্রোনটির অসাধারণ কার্যক্ষমতা সারা পৃথিবীর নজর কেড়ে নিয়েছে। উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরে তুরস্কের সাথে সামরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এগিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষার রকেট, কামানের গোলা বারুদ, মাইন ও অন্যান্য অস্ত্র কিনেছে। তবে আগামী দিনে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ঠিক কতটা পরিমাণ ড্রোন কিনতে চলেছে বা কবে নাগাদ এই পক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে এখনো কিছু বিস্তারিত জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে তুরস্কের কোম্পানি বাইকার টেকনোলজি বায়রাক্তার টিবি-টু ড্রোন বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করে। ২০২০ সালে ঘটে যাওয়া আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে এই অতি আধুনিক ড্রোনের ব্যবহার সারা পৃথিবীর নজর কেড়ে নিয়েছিল। এই ড্রোন প্রয়োগ করে রাশিয়া সেনাবাহিনীর মস্কোবা যুদ্ধ জাহাজ, ট্যাংক ও কয়েকটি গুদামে ব্যাপকভাবে হামলা চালায় ইউক্রেন। এই ড্রোনের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় রাশিয়া সেনাবাহিনী। এছাড়াও একাধিক যুদ্ধে এই ড্রোনের ব্যবহার সারা পৃথিবীর সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করে। একের পর এক সফলতার পর তুরস্কের তৈরি বায়রাক্তার টিবি-টু ড্রোন সারা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর