জ্বালানির চাহিদা আকাশছোঁয়া! মাথায় ঋণের বোঝা নিয়েই এবার ভারতের বন্ধুর শরণাপন্ন বাংলাদেশ

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) জ্বালানির চাহিদা ক্রমে বেড়েই চলেছে। এদিকে গলা অবধি ঋণ নিয়ে বসে রয়েছে মহম্মদ ইউনূসের দেশ। আদানির সংস্থার থেকে বিদ্যুৎ নিয়ে আগেই সমস্যায় পড়েছিল বাংলাদেশ (Bangladesh)। টাকা দিতে না পারায় মাঝে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল আদানির সংস্থা। পরে আবারও বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও চাহিদা পূরণ হতে পারছে না বাংলাদেশের (Bangladesh)। তাই এবার রাশিয়ার দিকে ঝুঁকেছেন ইউনূস। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে এবার রাশিয়ার সঙ্গে হাত মেলাতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

পারমাণবিক বিদ্যুতের জন্য রাশিয়ার দ্বারস্থ বাংলাদেশ (Bangladesh)

বাংলাদেশের (Bangladesh) রূপপুরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা পরমাণু বিদ্যুৎ সংস্থার সহযোগিতায় একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে। ওই বিদ্যুৎ প্রকল্প নিয়েই রাশিয়ার থেকে পরবর্তীতেও সাহায্য চাইছে বাংলাদেশ (Bangladesh)। বুধবার দিন ঢাকায় এ বিষয়ে ওই রাশিয়ান সংস্থার কর্তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

Bangladesh to take help for electricity from this country

কী কথা হয়েছে বৈঠকে: বাংলাদেশের (Bangladesh) সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, রূপপুরের ওই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে বৈঠকে কথা হয়েছে তাঁদের। সঙ্গে এই প্রকল্পের জন্য আগামী ২০২৬ সাল পর্যন্ত ঋণের মেয়াদ বৃদ্ধি নিয়েও কথা হয়েছে বলে খবর। এই প্রকল্পটি সময়মতো শেষ করার জন্য নাকি বলেছেন মহম্মদ ইউনূস।

আরো পড়ুন : মিলে গেল খবর, জল্পনা সত্যি করে জি বাংলায় আসছে নয়া মেগা! প্রকাশ্যে “দমদার” প্রোমো

শুরু হবে বিদ্যুৎ উৎপাদন: বাংলাদেশের (Bangladesh) সরকারি সংবাদ সংস্থা বলছে, ইউনূসের মতে বাংলাদেশের জ্বালানির চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা পূরণ করতে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করবে। অন্যদিকে রাশিয়ার সংস্থার কর্তা নাকি ইউনূসকে আশ্বস্ত করেছেন, বর্তমানে ওই প্রকল্পে ‘টেস্ট রান’ চালানো হচ্ছে। শীঘ্রই সেখানে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদনও শুরু হবে।

আরো পড়ুন : ফের তোলপাড় বাংলাদেশ! উভয়সঙ্কটের সম্মুখীন হয়ে মহা বিপদে ইউনূস

উল্লেখ্য, রূপপুরের নির্মীয়মান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিই বাংলাদেশের (Bangladesh) প্রথম। ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে বলে খবর। রাশিয়ার সংস্থার কর্তার সঙ্গে বৈঠকে পরমাণু শক্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে বাংলাদেশ আগ্রহী বলে বৈঠকে ইউনূস মন্তব্য করেছেন বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর