বাংলাহান্ট ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জয় বাংলা’ স্লোগানের মাধ্যমে অনুপ্রাণিত করেছিলেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে। গত কয়েক দশক ধরে বাংলাদেশের (Bangladesh) আওয়ামী লীগের প্রধান স্লোগানই ছিল ‘জয় বাংলা।’ তবে বদলের বাংলাদেশে (Bangladesh) হাসিনা বিরোধীরা রীতিমতো পরিত্যাগ করেন ‘জয় বাংলা’কে।
ভারতের থেকে স্লোগানও ধার নিল বাংলাদেশ (Bangladesh)
সম্প্রতি হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশ আত্মপ্রকাশ করেছে নয়া রাজনৈতিক দলের মাধ্যমে। বাংলাদেশের নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অধিকাংশ নেতা নিজেদের বক্তৃতা শেষ করছেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তথা উর্দু কবি হাসরাত মোহানি প্রথম ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান তুলেছিলেন ভারতের মাটিতে।
আরও পড়ুন : ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’! এবার সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ BJP-র বিরুদ্ধে
পরবর্তীকালে ভারতের বামপন্থী দলগুলির অন্যতম প্রধান স্লোগান হয়ে ওঠে ‘ইনকিলাব জিন্দাবাদ।’ ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনেও উঠত এই স্লোগান। এমনকি ভগৎ সিং নিজেও বহুবার ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করেছেন ভারতের আকাশ-বাতাস। বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বামপন্থা নাকি দক্ষিণপন্থা, কোন আদর্শে এগিয়ে যাবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কৌতুহল।
আরও পড়ুন : হাতে ‘ওয়েটিং টিকিট’, তাই নিয়েই ‘রিজার্ভড্ কোচে’ উঠেছেন? সাবধান! দেখুন TT ধরলে কী হবে আপনার
বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে পূর্বে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন নতুন রাজনৈতিক দল নিয়ে বলেছিলেন, ‘আমরা মধ্যমপন্থী রাজনীতির কথা বলব। আমরা বাম-ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম বিদ্বেষী রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই।’
বাংলাদেশের (Bangladesh) জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি আহসান জুনায়েদ দলের মতাদর্শ সম্পর্কে বলতে গিয়ে ভারতের (India) প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, ‘ভারতের আম আদমি পার্টি দেশে-বিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। দুর্নীতিবিরোধী কার্যক্রম করেছে। আমরা সেগুলো দেখছি।’