বিশ্বকাপ জেতার পর বিপক্ষের সাথে হাতাহাতি! বাংলাদেশ অনুর্দ্ধ-১৯ দলের নিন্দায় ক্রিকেট বিশ্ব।

গতকাল অনুর্দ্ধ 19 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। এই ম্যাচে ভারতকে পরাজিত করে প্রথমবারের জন্য অনুর্দ্ধ 19 বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ দল। কিন্তু তারপরই বাংলাদেশ দলের আচরণ গোটা ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এইদিন ম্যাচ জেতার পরে মাঠেই ভারতীয় ক্রিকেটারদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বংলাদেশের ক্রিকেটাররা। একজন ক্রিকেটারের কাছে যেটা কোনো ভাবেই কাম্য নয় সেটাই করে দেখালেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এইদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক আকবার আলি। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারত। খেলা শুরু থেকেই যখন ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করতে আছে তখন থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ক্রমাগত স্লেজিং করতে থাকে বাংলাদেশের বোলাররা। কিন্তু সেই সময় কোনো জবাব দেয় নি ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু তারপর খেলা শেষের পর বাংলাদেশি ক্রিকেটার যেটা করলেন সেটা ক্রিকেট বিশ্বের কাছে লজ্জার হয়ে রইল।

এইদিন খেলা শেষের দিকে অর্থাৎ যখন দেখা যাচ্ছিল বাংলাদেশের জয়ের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে তখন থেকেই বাংলাদেশী বোলার শারিফুল ইসলাম ক্যামেরার সামনে এসে ক্রমাগত অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে, তারপর খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বংলাদেশের ক্রিকেটাররা। জানা গিয়েছে বাংলাদেশী ক্রিকেটাররাই প্রথম প্রলোভন দেখিয়েছিল হাতাহাতিতে জড়ানোর। তারপরে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ক্রিকেট বিশ্ব যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে মুখ খোলে নি আইসিসি, তবে ম্যাচ রেফারির রিপোর্টের অপেক্ষায় আছে আইসিসি।

IMG 20200210 181148

খেলা শেষের পর সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের অধিনায়ক প্রিয়ম গর্গ জানিয়েছেন কখনোই একটা ক্রিকেট দলের কাছে এরকম ব্যবহার আশা করা যায় না, এতে ক্রিকেটীয় স্পিরিট নষ্ট হল। অপরদিকে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন, তিনি জানিয়েছেন আবেগের বসে আমার দলের ছেলেরা এরকম করে ফেলেছে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।


Udayan Biswas

সম্পর্কিত খবর