বাংলাদেশ ২১ রানে পরাজিত করল দক্ষিণ আফ্রিকাকে

 

গৌরনাথ চক্রবর্ত্তী,২ জুনঃ

রবিবাসরীয় ওভালে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ মুখোমুখি হয়। দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে।এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।বাংলাদেশ দুদার্ন্ত ব্যাট করে।বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে।তামিম ইকবাল ১৬ রান করে আউট হন।সৌম্য সরকার ৪২ রান করে আউট হন। শাকিব উল হাসান ৭৫ রান করে আউট হন। মুসফিকুর রহিম ৭৮ রান করে আউট হন। মিঠুন ২১ রান করে।হোসেন ২৬ রানে আউট হন। মহম্মদউল্লা ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।হাসান ৫ রানে অপরাজিত থাকেন।

 

দক্ষিণ আফ্রিকার মরিস, তাহির প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। ৩৩১ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান তোলে।

b0ab3 img 20190603 013757

২১ রানে পরাজিত হয়।বাংলাদেশ প্রথম ম্যাচেই ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করল।পরপর দুটি ম্যাচে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। ডি কুইন ২৩ রানে আউট হন। মারর্কাম ৪৫ রান করেন।ডুপ্লেসি ৬২ রান করেন।মিলার ৩৮ রান করে আউট হন। বাংলাদেশের রহমান ৩ টি উইকেট নেন।পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত এশিয় দেশগুলির ব্যর্থতার পর বিশেষ কিছু করে দেখাল বাংলার বাঘরা।

সম্পর্কিত খবর