শত শত যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপদে বাংলাদেশের বিমান! উপায় না পেয়ে শেষমেষ ভারতের কাছেই….

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বাংলাদেশকে সাহায্যের জন্য শরণাপন্ন হতে হল ভারতের (India) কাছে। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ৪০৮ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে চরম সমস্যার মুখোমুখি হয় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। অবস্থা বেগতিক দেখে বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে সাহায্য প্রার্থনা করা হয় ভারতের কাছে।

ফের ভারতের (India) সাহায্যপ্রার্থী বাংলাদেশ

ভারতের (India) সহায়তায় মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে অবশেষে জরুরি অবতরণ করে সেই বিমানটি। জানা গেছে, বাংলাদেশের এই বিমানটি ঢাকা থেকে উড়ে যাচ্ছিল দুবাইয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানে ছিলেন ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু।  সবমিলিয়ে মাঝ আকাশে রীতিমত বিপদের সম্মুখীন হন বিমানের মধ্যে থাকা মোট ৪০৮ জন যাত্রী।

আরোও পড়ুন : প্রকল্পের টাকা নিয়ে বিরাট নির্দেশ! বড় পদক্ষেপ নিল নবান্ন

ভারতের (India) নাগপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের (Bangladesh) ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়া বিমানটি ১৯ ফেব্রুয়ারি রাতে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। প্রথমে বিমানটির গতিপথ বদলে পরে সেটিকে জরুরি অবতরণ করানো হয় মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে।

আরোও পড়ুন : বাংলায় হবে সওয়াল-জবাব! ভাষা দিবসে নজিরবিহীন উদ্যোগ কলকাতা হাইকোর্টের!

বিমানের যাত্রী ও কর্মীরা সুরক্ষিত রয়েছেন। নাগপুর বিমানবন্দরের কর্মকর্তা আবিদ রুহি বলেন, যান্ত্রিক ত্রুটি থাকায় আমরা বিমানটিকে অবতরণ করাতে বাধ্য হয়েছি। অবতরণের পর সুরক্ষিতভাবে বিমান (Flight) থেকে যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে। তারপর সেই বিমানের যাত্রীদের উঠিয়ে দেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি বিমানে।

Bangladesh wants India help for this reason.

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের অধিকারিক বোসরা ইসলাম জানিয়েছেন, ‘বুধবার রাত ৮ টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আনুমানিক রাত ১০ টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।’ বোসরা ইসলাম আরও জানান, ‘ইতিমধ্যে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়ে ১২টা ৩৯ মিনিটে পৌঁছে গেছে এবং নাগপুরে অপেক্ষমান যাত্রী নিয়ে ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর