বাংলাহান্ট ডেস্ক : ভারতের ভয়ে মুখেই যত ‘না না’, তলে তলে ঠিকই সম্পর্ক বজায় রয়েছে দুই পড়শি দেশের। হাসিনা বিদায়ের পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) ঘনিষ্ঠতা চিন্তা বাড়াচ্ছে ভারতীয় কূটনীতিকদের। কখনো প্রকাশ্যে, কখনো আড়ালে পাকিস্তানের সঙ্গে মিত্রতার ব্যাপারে আভাস দিতে দেখা গিয়েছে ইউনূসের রাষ্ট্রকে। আর এবার পাকিস্তানের থেকে যুদ্ধ বিমান কেনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ (Bangladesh)।
পাকিস্তানে গিয়েছে বাংলাদেশি (Bangladesh) সেনার প্রতিনিধি দল
বুধবার পাকিস্তানে গিয়েছে বাংলাদেশের (Bangladesh) সেনার একটি প্রতিনিধিদল। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের নেতৃত্বে ওই প্রতিনিধি দল দেখা করে পাকিস্তানের বায়ুসেনা প্রধান জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকেই পাকিস্তানের জে এফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে নাকি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের (Bangladesh) প্রতিনিধি দল।
কী বিশেষত্ব রয়েছে এই যুদ্ধবিমানের: জানা যাচ্ছে, অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় এই জে এফ-১৭ থান্ডার নাকি ওজনে অনেকটাই হালকা। পাশাপাশি দিন হোক বা রাত, এমনকি যেকোনো ঋতুতেই হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান। পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চিনের চেঙ্গদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই জে এফ-১৭ যুদ্ধবিমান। ওজনে তুলনামূলক হালকা হওয়ায় যেমন অনেক উঁচু থেকে হামলা চালানো যায়, তেমনি মাটির খুব কাছাকাছি এনেও লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করা যায়। পাশাপাশি শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটির খবরাখবর নিয়েও আসতে পারে এই যুদ্ধবিমান।
আরো পড়ুন : ফ্ল্যাটেই ঘাপটি মেরে ছিল বিপদ! সামনে এল সইফের হামলাকারীর পরিচয়
কী আলোচনা হয়েছে বৈঠকে: উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টারসার্ভিস পাবলিক রিলেশনসের তথ্য থেকে জানা যায়, ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে হয়েছে বুধবারের ওই বৈঠক। শুধু পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশই নয়, দুই দেশের (Bangladesh)মধ্যে সামরিক সম্পর্ক জোরালো করা, বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা নিয়েও আলোচনা করা হয়েছে বলে খবর।
আরো পড়ুন : সইফের উপরে হামলায় চিন্তিত মমতা, ‘শর্মিলাদি’কে বিশেষ বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী
তার আগে মঙ্গলবারেও পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে এস এম কামরুল হাসান বৈঠক করেন পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির। সেখানে বাংলাদেশের সঙ্গে একটি নিরাপত্তা জোট করার ব্যাপারেও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে বলে খবর।