বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড যা নিয়ে এই মুহূর্তে সরগরম পাক ক্রীড়ামহল। এমনকি পাকিস্তান পৌঁছানোর পরেও দল ফিরিয়ে নিয়ে গেছে নিউজিল্যান্ড। সিরিজ বাতিল করেছে ইংল্যান্ডও। একদিক থেকে যেমন কারণ হয়ে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা, তেমনি আবার পাকিস্তানের মতে, এ শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিছু নয়। এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন পিসিবি বোর্ড প্রধান রামিজ রাজা।
একদিকে যেমন তিনি পরিষ্কার জানিয়েছেন ইংল্যান্ড পাকিস্তানের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তেমনি তিনি এও জানান এবার শুধু ভারত নয় আরও দুটি দেশও আমাদের টার্গেটে থাকবে তারা হল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। একইভাবে ভিডিও বার্তায় রমিজ বলেন, “পাকিস্তান ক্রিকেট যেমন আছে তেমনভাবেই চলতে থাকবে, বেঁচে থাকবে। এখানে ক্রিকেটের উৎসব আবারও ফিরবে। হ্যাঁ, আমাদের হাতে অপশনও ছিল- জিম্বাবুয়ে আসার জন্য প্রস্তুত ছিল, বাংলাদেশও তাঁদের বি দল পাঠাতে প্রস্তুত ছিল।”
ক্রিকেটের অন্যতম একটি বড় শক্তি পাকিস্তান, অথচ তাদের সঙ্গে খেলার জন্য বাংলাদেশের মতো দেশও পাঠাচ্ছে বি দল। এটা যে কোন মতেই ভালো নয় তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন রামিজ। তিনি বলেন, আমরা কোনও তাড়াহুড়ো করতে চাইনা। আমাদের সম্মানের সঙ্গে ক্রিকেট খেলতে হবে এবং অন্যান্য দলগুলিকে আমন্ত্রণ জানাতে হবে।
PCB Chairman Ramiz Raja reacts to @ECB_cricket decision to withdraw their sides from next month’s tour of Pakistan pic.twitter.com/hvPqHqdBcj
— Pakistan Cricket (@TheRealPCB) September 20, 2021
শক্তিশালী ক্রিকেট নেশন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে পাকিস্তান। এবার ফের একবার ক্রিকেট শুরু হবার সম্ভাবনা ছিল তাদের দেশে। কিন্তু ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কারণে সেই সম্ভাবনার ধুলিস্মাৎ হয়ে গেল আর এটাই মেনে নিতে পারছেন না অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু বোর্ড প্রধান রামিজ রাজা নয়, এ বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন খেলোয়াড়রাও। এমনকি শোয়েব আকতারও জানিয়েছেন, মাঠের বদলা মাঠেই নিতে হবে আমাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জবাব দিতে হবে পাকিস্তানকে।