স্বাধীনতায় ভারতের অবদান অস্বীকার “অকৃতজ্ঞ” বাংলাদেশের! বিজয় দিবসে মোদীর পোস্টে গাত্রদাহ ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : ৫৩ বছর আগে এই দিনেই স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ (Bangladesh)। ভারতের হাত ধরে এসেছিল সেই কাঙ্খিত স্বাধীনতা। ভারতীয় সেনার পরাক্রমের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল পাকিস্তানি সেনা। তারপর থেকে নানান আপদে বিপদে ভারতকে পাশে পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। বিভিন্ন বিষয়ে ভারতের মুখাপেক্ষী হয়েই থাকতে হয় পড়শি দেশকে। অথচ আজ বিজয় দিবসে সেই ভারতেরই কৃতিত্ব অস্বীকার করে ফের একবার ‘অকৃতজ্ঞতা’র পরিচয় দিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর পোস্টে বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের (Bangladesh) ইউনূস উপদেষ্টার

১৯৭১ এর ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ (Bangladesh) স্বাধীন হওয়ার পর থেকে এই দিনে বিজয় দিবস উদযাপন করে ভারত। বাংলাদেশকে (Bangladesh) স্বাধীন করতে গিয়ে আত্মবলিদান দিতে হয়েছে ভারতের বহু বীর যোদ্ধাকে। এদিন সেই সব বীর জওয়ানদের কুর্নিশ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টের বিরোধিতা করেই ভারতের আত্মত্যাগকে বেমালুম অস্বীকার করলেন ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

Bangladesh yunus advisor gave negative reaction on Narendra modi post

বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি মোদীর: এদিন বিজয় দিবস উপলক্ষে ভারতের বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদী লেখেন, ‘আজ বিজয় দিবসে, আমাদের বীর সৈনিকদের পরাক্রম এবং আত্মত্যাগকে সম্মান জানাই, যাঁরা ১৯৭১ এ ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিলেন। তাঁদের আত্মত্যাগ এবং অটুট সংকল্প আমাদের দেশকে সুরক্ষা দিয়েছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এইদিন তাঁদের অসামান্য বীরত্ব এবং অটল চিত্তকে সম্মান জানানোর দিন। তাঁদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশের ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে’।

আরো পড়ুন : শুনানির আগেই ভারতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী! ইসকন নিয়ে বড় অভিযোগ করে দিলেন কটাক্ষের উত্তর

কটাক্ষ শানালেন ইউনূস সরকারের উপদেষ্টা: মোদীর এই টুইটকে কটাক্ষ করে নজরুল লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়’। শুধু তাই নয়, ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টেও লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশি নেটিজেনদের নেতিবাচক প্রতিক্রিয়া।

আরো পড়ুন : ভরা মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের বদনাম! ভারতে আর শো করবেন না, জানিয়ে দিলেন দিলজিৎ

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আরো অনেক পরিবর্তনই এসেছে বাংলাদেশে (Bangladesh)। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচারের খবর আসছে। সেই সঙ্গে যতদিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ভারত বিরোধিতার সুর। যে দেশের হাত ধরে স্বাধীনতার স্বাদ আস্বাদন, সেই দেশকেই এখন শত্রু বানাতে তৎপর বাংলাদেশ (Bangladesh)। এদিন মোদীর পোস্টে ইউনূসের উপদেষ্টার প্রতিক্রিয়া বিতর্ক আরো উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর