“সত্যি বললেই জেল বা খুন”, রুদ্রনীলকে টক শোতে ডাকাটাই কাল, যা হল বাংলাদেশি অভিনেতার সঙ্গে…

বাংলাহান্ট ডেস্ক : শুধুমাত্র ভারতের অভিনেতাকে টক শোতে ডাকার কারণে সরকারের রোষানলে পড়তে হল বাংলাদেশি অভিনেতাকে। অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) টক শোতে ডাকার ‘অপরাধে’ গ্রেফতার করা হল বাংলাদেশের থিয়েটারকর্মী এহসানুল আজিজ বাবুকে। বাড়ি ছাড়া শোয়ের সঞ্চালিকা দীপান্বিতা মার্টিন। খোঁজ চলছে তাঁরও। ইউনূস সরকারের এহেন বর্বরতার তীব্র প্রতিবাদ করেছেন রুদ্রনীল (Rudranil Ghosh)।

রুদ্রনীলের (Rudranil Ghosh) সঙ্গে শো করায় গ্রেফতার বাংলাদেশি অভিনেতা

কী ঘটেছে ঘটনাটা? সম্প্রতি বাংলাদেশের একটি টক শোতে আমন্ত্রণ পেয়েছিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কিন্তু সেই শো শেষ হওয়ার পরেই আঘাত নেমে আসে বাংলাদেশের থিয়েটারকর্মী আজিজ বাবুর উপরে। গ্রেফতার করা হয় তাঁকে। খোঁজ চলছে সঞ্চালিকা দীপান্বিতা মার্টিনেরও। এখনও পর্যন্ত বাড়ি ছাড়া তিনি। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রুদ্রনীল (Rudranil Ghosh)।

Bangladeshi actor arrested for calling rudranil ghosh in talk show

ক্ষোভ ওগড়ালেন অভিনেতা: সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে আমাদের টক’শো এবং ভীত ইউনুস সরকারের বর্বরতার প্রমাণ। জেল বন্দী করা হলো থিয়েটার কর্মী সমাজকর্মী এহসানুল আজিজ বাবুকে। শো’ সঞ্চালিকা দীপান্বিতা মার্টিনকেও ( জাতীয় পুরষ্কার জয়ী,শ্রেষ্ঠ অভিনেত্রী)গ্রেপ্তারের জন্য খুঁজছে বাংলাদেশ গোয়েন্দা পুলিশ, দীপান্বিতা বাড়ি ছাড়া। এদের অপরাধ? বাংলাদেশের বর্তমান কঠিন আর্থ-সামাজিক পরিস্থিতি ও অবাধ ক্রিমিনাল রাজত্ব, সংখ্যালঘু নিপীড়ন, বাংলাদেশে দ্রুত সুস্থ গণতান্ত্রিক নির্বাচন কামনা,ইতিহাস মুছতে অযৌক্তিক ভারত-বিদ্বেষ – ইত্যাদি নিয়ে টক-শোতে বাস্তব আলোচনা।।সুতরাং, সত্য বললেই জেল বা খুন।।’

আরো পড়ুন : আজকের রাশিফল ২০ মার্চ, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

টক শোতে অতিথি ছিলেন রুদ্রনীল: তিনি (Rudranil Ghosh) আরো লিখেছেন, ‘ভারত থেকে আমায় অতিথি হিসাবে এই টক-শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবু ভাই ও দীপান্বিতা। লাইভ অনুষ্ঠানটি গতকাল রাত ১১টা নাগাদ শেষ হবার পর থেকে এখন অবধি এই খবর। এই পোস্ট পড়ে বাংলাদেশে উগ্রপন্থা, ক্রাইম বা জেহাদীদের পক্ষের শক্তিরা আবার এই স্বৈরাচার অনাচারকে প্রশ্র‍য় দিতে কমেন্টে ঝাঁপিয়ে পড়বেন জানি। ব্যার্থ ইউনুস সরকারকে বাঁচাবার জন্য গালমন্দ করবেন কমেন্টে। কিন্তু তাতে আপনার প্রিয় দেশকে বাঁচাতে পারবেন তো? নাকি আবার বলবেন, ভারতীয় মিডিয়ার গুজব!!’

আরো পড়ুন : ছোটপর্দার ‘সূর্য’ থেকে সৃজিতের ‘শ্রীচৈন্যদেব’, সিনেমায় বাজিমাত করতে এই নায়কই অনুপ্রেরণা দিব্যজ্যোতির

কটাক্ষ শানিয়ে রুদ্রনীল (Rudranil Ghosh) লিখেছেন, ৫ শতাংশ মানুষের জন্য ৯৫ শতাংশ নিরপরাধ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র সংখ্যালঘুরাই নয়, সংখ্যাগুরু মুসলিমরাও নিপীড়িত হচ্ছেন। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাত দশটা নাগাদ ঢাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই থিয়েটারকর্মীকে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, রুদ্রনীলের সঙ্গে টক শো করার জন্যই যে এই গ্রেফতারি তা কিন্তু লেখা হয়নি ওই প্রতিবেদনে। এমনকি রুদ্রনীলের পোস্টের কমেন্ট বক্সেও অনেকে দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে অভিনেতার কোনো যোগ নেই। যদিও রুদ্রনীলের দাবি, তাঁর সঙ্গে শো করার জন্যই গ্রেফতার হতে হয়েছে বাংলাদেশি অভিনেতাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর