মদ খেয়ে জোরে গাড়ি চালানো থেকে পুলিশের সঙ্গে বচসা, মাঝরাতে আটক বাঙালি অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : এবার বিতর্কে নাম জড়ালো বাংলাদেশী অভিনেত্রী স্পর্শিয়ার। মদ্যপ পুলিশের সঙ্গে বচসার জেরে আটক করা হয় নায়িকা এবং তাঁর পুরুষ বন্ধুকে।

জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার মাঝরাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং তাঁর পুরুষ বন্ধু ব্যবসায়ী প্রাঙ্গন দত্ত অর্ঘ্য। গাড়ির গতি অত্যন্ত দ্রুত থাকায় ঢাকার সাতমসজিদ রোডের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ।

সেই সময়ই পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন অর্ঘ্য। ধানমন্ডি থানার ওসি ইকরাম আলি জানান, অতি দ্রুত গতির কারণেই আটকানো হয় তাঁদের।পরে থানায় মুচলেকা দেওয়ায় ভোর রাতে ছেড়ে দেওয়া হয়। যদিও পুরো ব্যাপারটিকেই অস্বীকার করেছেন ওই অভিনেত্রী।

পরে অবশ্য পুলিশের সঙ্গে তাঁর সঙ্গীর বচসার বিষয়টিকে স্বীকার করে নেন স্পর্শিয়া। জানান গাড়ির স্পিড মোটেই অতি দ্রুত ছিল না। তাঁর দাবি ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগেই চলছিল গাড়িটি। পুলিশ আটকালে তাঁরা নিজেরাই থানায় যেতে চেয়েছিলেন বলেই জানিয়েছেন তিনি। তবে কেন মুচলেকা নেওয়া হল তাঁদের থেকে সেই ব্যাপারটি তাঁর বোধগম্য হয়নি বলেও দাবি করেছেন নায়িকা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর