সন্তান জন্মের সময়েও সারপ্রাইজ! নির্ধারিত সময়ের আগেই মা হলেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরীমণির (Porimoni) ঘরে অবশেষে সুখের জোয়ার। মা হলেন বাংলাদেশি অভিনেত্রী। বরাবর সকলকে চমক দিতে ভালবাসেন তিনি। চেনা ছন্দে যেন বেঁধে রাখা যায় না তাঁকে। মা হওয়ার সময়েও সারপ্রাইজ দিলেন পরী। চিকিৎসকের নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ফুটফুটে সন্তানের জন্ম দিলেন তিনি।

নাম তাঁর পরীমণি। কোলেও ছোট্ট এক পরী আসলে বেশ মিলত। কিন্তু এসেছে এক ছোট্ট রাজকুমার। স্বামী শরিফুল রাজ সুখবরটা শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে। বুধবার সন্ধ‍্যায় ঢাকার এক প্রথম সারির হাসপাতালে সন্তান জন্ম দেন পরীমণি।


সোশ‍্যাল মিডিয়ায় এখনো কিছুই জানাতে পারেননি নতুন বাবা মা। তবে অনুরাগীরা ভালবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দুজনকে। সন্তানসম্ভবা হওয়ার পরপরই ওপার বাংলার সংবাদ মাধ‍্যমকে পরীমণি জানিয়েছিলেন, সন্তানের নাম ঠিক করা হয়ে গিয়েছে তাঁর। ছেলে হলে নাম রাখবেন রাজ‍্য আর মেয়ে হলে রানি। তবে শেষমেষ তিনি নাম বদলাবেন কিনা তা অবশ‍্য জানা যায়নি এখনো।

দিন কয়েক আগেই জমিয়ে সাধ খেয়েছিলেন অভিনেত্রী। ফুলছাপ গোলাপী শাড়ি, গয়না, খোলা চুলে সেজেছিলেন তিনি। সামনে থালা, বাটিতে সাজানো পঞ্চব্যঞ্জন। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস, মাছের মুড়ো দিয়ে তরকারি আর শেষপাতে মিষ্টি, পায়েস। গর্ভাবস্থায় ওজন খানিকটা বেড়েছে পরীমণির। গোলগাল মিষ্টি অভিনেত্রীকে গোলাপি শাড়িতে মানিয়েছিলও বেশ।

সন্তান আসার অপেক্ষায় তার জন‍্য চুটিয়ে শপিংও করে রেখেছেন পরীমণি। অন্তঃসত্ত্বাকালীন সময়ে তিনি অনলাইন শপিং করতে লিখেছেন। অফলাইন অনলাইন মিলিয়ে ‘পুচকু’র জন‍্য প্রচুর জিনিস কিনেছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। খারাপ সময় কাটিয়ে এবার শুধু ভালোর দিকে চেয়ে নতুন মা পরীমণি।

সম্পর্কিত খবর

X