জাতীয় সঙ্গীতকে অবমাননার অভিযোগ! ‘মিঠাই’কে বয়কটের ডাক দিল দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক: একে তো টিআরপি বাঁচিয়ে সেরার আসন ধরে রাখার লড়াই। তার মধ‍্যে আবার নতুন ফ‍্যাসাদে পড়ল ‘মিঠাই’ (mithai)। জি বাংলার এই সিরিয়ালের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করার অভিযোগ উঠেছে। রবিবারের পর্বে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’কে অবমাননার অভিযোগ করেছেন প্রতিবেশী দেশের দর্শকদের একাংশ।

রবিবার দেখানো হয়েছে, মিষ্টি হাবের উদ্বোধনের জন‍্য শিল্প সম্মান পুরস্কার পেয়েছেন দাদাই অর্থাৎ সিদ্ধেশ্বর মোদক। তাই ব‍্যবসায়ী সমিতির তরফে তাঁকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়েছে। দাদাইকে নিয়ে গোটা মোদক পরিবার উপস্থিত হয়েছে সম্বর্ধনা অনুষ্ঠানে। সেখানেই উদ্বোধনী সঙ্গীত হিসাবে পরিবেশন করা হয় ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রসঙ্গীতটি।

Mithai in Mithai 1
এরপরেই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছে বাংলাদেশি দর্শকদের একাংশ। কারণ সিরিয়ালে দেখানো হয়েছে, গানটি চলার সময় সকলেই বসে বসে শুনছেন। শুধু মিঠাই একপাশে দাঁড়িয়ে। উল্লেখ‍্য, এই রবীন্দ্রসঙ্গীত কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতও বটে। আর মিঠাই এর দর্শকের একটা বড় অংশ বাংলাদেশি।

তাঁদের প্রশ্ন, প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত জেনেও কেন উঠে দাঁড়ানোর মতো নূন‍্যতম সম্মানটুকু দেখালেন না মিঠাই সিরিয়ালের কলাকুশলীরা? এমনটা হতে দিলেন কীকরে নির্মাতারা? আর এত রবীন্দ্রসঙ্গীত থাকতে এই গানটাকেই উদ্বোধনী সঙ্গীত হিসাবে বাছতে হল নির্মাতাদের!

অনেকের দাবি, মিঠাই সিরিয়ালের নির্মাতারা বাংলাদেশকে অপমান করেছেন। কয়েকজন লিখেছেন, এই সিরিয়ালটা তারা খুব পছন্দ করতেন। কিন্তু এই পর্বটা দেখার পর থেকেই ক্ষুব্ধ তারা। অনেকে মিঠাই বয়কটের ডাকও দিয়েছেন। তবে কয়েকজন অবশ‍্য সিরিয়াল নির্মাতাদের পাশেই দাঁড়িয়েছেন।

তাদের যুক্তি, রবীন্দ্রসঙ্গীতটির প্রথম দশ লাইন মাত্র বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত হিসাবে স্বীকৃত। কিন্তু সিরিয়ালে এটিকে রবীন্দ্রসঙ্গীত হিসাবেই পরিবেশন করা হয়েছে। তাই বাংলাদেশকে কোনো অসম্মান করা হয়নি বলেই দাবি করেছেন তারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর