প্রথম ইনিংসে লিটন, নাঈমের পর দ্বিতীয় ইনিংসেও মাথায় আঘাত পেলেন বাংলাদেশি ব্যাটসম্যান মিঠুন।

ভারতের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট ম্যাচ চলছে। মুখোমুখি ভারত এবং বাংলাদেশ, দুই দেশের কাছেই এটি হল তাদের প্রথম দিন রাত্রি টেস্ট ম্যাচ। আর নিজেদের প্রথম টেস্ট ম্যাচে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে মাত্র 106 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের দাপুটে বোলিংয়ের সামনে অসহায় মনে হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের। তার উপরে ভারতীয় পেসার মহম্মদ সামির ভয়ঙ্কর দুটি বল গিয়ে সরাসরি লাগে বাংলাদেশী ব্যাটসম্যান লিটন দাস এবং নাঈমের মাথায়। এবং তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েন, দুজনকেই নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে, আপাতত তারা দুজনই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার প্রথম ইনিংসে মহম্মদ সামীর বলে দুজন বাংলাদেশ ক্রিকেটার আঘাত পাওয়ার পর শনিবার বাংলাদেশের সেকেন্ড ইনিংসেও ঘটে গেল একই ঘটনা। ভারতীয় পেসার ইশান্ত শর্মার একটি বল গিয়ে লাগে বাংলাদেশী ব্যাটসম্যান মহম্মদ মিঠুনের মাথায় আর তারপরেই কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে আসেন বাংলাদেশের ফিজিও তিনি সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করেন পরে তিনি সুস্থতা বোধ করায় খেলা চালিয়ে যান। জানা গেছে তার আঘাত গুরুতর নয়।

IMG 20191122 181511

এমনিতেই এই টেস্ট ম্যাচে পুরোপুরিভাবে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। তার ওপরে ভারতীয় পেসারদের একের পর এক বল গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাথায় লাগায় ইতিমধ্যে বাংলাদেশের ব্যাটিং করার মনোবল পুরোপুরি ভাবে ভেঙ্গে গিয়েছে। প্রথম দিন মহম্মদ সামির বলে আহত হয়েছেন দুই বাংলাদেশী ব্যাটসম্যান লিটন দাস এবং নঈম, তাদের পরিবর্ত অর্থাৎ কনকাশন নেই বাংলাদেশ। আর দ্বিতীয় দিনে বাংলাদেশের সেকেন্ড ইনিংস ব্যাটিং করতে নেমে আঘাত পান মহম্মদ মিঠুন। এখন এটাই ধারণা করা হচ্ছে যে যদি আর কোন বাংলাদেশী ক্রিকেটার আঘাত পায় তাহলে মাঠে জল পৌঁছানোর মতো খেলোয়াড় থাকবে না বাংলাদেশের।


Udayan Biswas

সম্পর্কিত খবর