নিয়োগ দুর্নীতিতে বাংলাদেশি যোগ, চাকরি দেওয়া হয়েছে বহু বিদেশিকেও! চাঞ্চল্যকর তথ্য CBI-র হাতে

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্ত করতে গিয়ে ইডির (ED) হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির সরাসরি যোগাযোগ আছে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

এর পর গ্রেফতার করা হয় একাধিক ‘মিডলম্যান’দের। তাদের কাছ থেকেও মিলেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যে আরও এক তথ্যের আভাস পাচ্ছেন যা দেখে চোখ কপালে তুলেছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন বিদেশিরাও! বাংলাদেশের অনেকেই চাকরি পেয়ে থাকতে পারেন, এমন অভিযোগই এবার সামনে আসছে। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও তথ্য প্রমাণ হাতে পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

   

একাধিক অভিযোগ উঠে আসছে নিয়োগ দুর্নীতি নিয়ে। সাদা খাতা জমা দিয়েও চাকরি হয়েছে, মেধাতালিকায় একেবারে নীচের দিকে নাম থাকা সত্ত্বেও নিয়োগপত্র মিলেছে সবায়ের আগে। এমন সব অজস্র অভিযোগ সামনে আসছে বিগত কয়েক বছর ধরেই। এখনও পথে বসে ন্যায্য চাকরির জন্য আন্দোলন করছেন বহু চাকরি প্রার্থী। এসবের মধ্যেই উঠে এল বাংলাদেশ যোগ। সিবিআই সন্দেহ করছে বেনিয়ম করে অসংখ্য বাংলাদেশিকে ভারতে সরকারি চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, সীমান্তবর্তী এলাকার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বেশ কিছু তথ্যের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই নথি নিয়েই এবার তদন্ত শুরু করেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। বেশ কিছুদিন আগে একবার অভিযোগ ওঠে, ওই মুক্ত বিদ্যালয় থেকে বাংলাদেশিরা টাকার বিনিময়ে শংসাপত্র পেতেন খুব সহজেই। সেই নথি দেখিয়েই পশ্চিমবঙ্গে কেউ উচ্চশিক্ষা নিয়েছেন কি না বা চাকরির পরীক্ষা দিয়েছেন কি না, সেটাই এবার খতিয়ে দেখছে সিবিআই।

cbi office

সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই প্রসন্ন একজন মিডলম্যান বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের একাধিক সংগঠনের সঙ্গে প্রসন্নর সরাসরি যোগাযোগ ছিল। শুধু তাই নয়, ওই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সঙ্গেও তাঁর যোগ ছিল বলে প্রমাণ পেরেছেন তদন্তকারীরা। অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশের একটি বিপণীর ব্যাগও পাওয়া যায়। এই সব তথ্য হাতে পাওয়ার পরই সিবিআই-এর সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি রয়েছে বাংলাদেশি যোগও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর