বাংলাদেশি ক্রিকেটাররা একদম ইংরেজি বোঝেন না: হতাশ কোচ হার্শেল গিবস।

এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট থান্ডার্সের কোচিং করাচ্ছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস। কিন্তু কোচিং করাতে গিয়ে তিনি হঠাৎ একটি গুরুতর অভিযোগ করে বসলেন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে। এইদিন হার্সেল গিবস বলেন যে বাংলাদেশি ক্রিকেটাররা একেবারেই ইংরেজি বোঝেন না যার ফলে কোচিং করাতে বেশ অসুবিধা হচ্ছে তার। আর সেজন্যই তার প্রভাব পড়ছে কোচিংয়ে এবং দলের খেলায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট দলের কোচিং করাচ্ছেন তিনি। এই দলে রয়েছেন 12 জন বাংলাদেশী ক্রিকেটার যার মধ্যে বাংলাদেশ জাতীয় দলের পাঁচ জন ক্রিকেটারও রয়েছে। এইদিন হার্সেল গিবস বলেন কোচিং করাতে গিয়ে সব থেকে বড় বাধার সম্মুখীন হচ্ছে ভাষাগত সমস্যা। বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেটার এমনকি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও ভালো করে ইংরেজি বোঝেন না বলে তিনি দাবি করেন।

এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলা হয়ে গেলেও মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট থান্ডার্স। অনেকেই মনে করছেন এই হারের হতাশা থেকেই হার্সেল গিবস এমন হতাশাজনক দাবি করছেন। বাংলাদেশের একটি জাতীয় সংবাদ মাধ্যমকে হার্সেল গিবস বলেন বাংলাদেশের বেশিরভাগ ঘরোয়া ক্রিকেটেররা ইংরেজি বোঝেন না, তারা আমার সমস্ত কথা খুব মন দিয়ে শুনে কিন্তু সেগুলিকে ঠিকঠাকভাবে করে উঠতে পারে না। আর তাই তাদেরকে কোন কিছু শেখানো আমার কাছে খুব কঠিন হয়ে পড়ছে। সেই কারণে তার প্রভাব পড়ছে দলের পারফরমেন্সে।

244926513575417a00466d3ecee9b9f6ee7d97a57

সেই সাথে হার্সেল গিবস বলেন শুধুমাত্র ভাষাগত সমস্যা নয় বাংলাদেশী ক্রিকেটারদের ক্রিকেট বোঝার সমস্যা রয়েছে। সেই সাথে বাংলাদেশী ক্রিকেটারদের রয়েছে আচরণগত সমস্যা, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তিনি যখন ক্রিকেটারদের কিছু বলেন তখন তারা অত্যন্ত মেজাজের সাথে তার উত্তর দেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর