DC বনাম KKR! হারের হ্যাটট্রিক আটকানোই লক্ষ্য নাইটদের, তার আগে বাংলাদেশ থেকে এলো বড় হুমকি  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে দুর্বল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুই দলই পরপর ম্যাচ হেরে প্রবল চাপে রয়েছে। এর মধ্যে নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে হুমকির মুখে পড়তে হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসকে প্রথম একাদশে সুযোগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আছেন বাংলাদেশের সমর্থকরা। আজকেও যদি তারকা ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ না পান, তাহলে কেকেআরকে বয়কটের ডাক তুলেছেন ওই দেশের ক্রিকেটপ্রেমীরা। অপরদিকে দিল্লি ক্যাপিটালসেও রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে জঘন্য বোলিং করেছিলেন তিনি। তাই আজ তারও প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে বড় রকমের সন্দেহ রয়েছে।

আজ খেলা হতে চলেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ১৬৫ থেকে ১৮০ এখানে গড় স্কোর। পেসাররা এখানে কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। স্পিনারদের দিয়ে মূলত রান আটকে রাখার কাজটি করা হবে। টস জয়ী অধিনায়ক সম্ভবত রান তারা করার সিদ্ধান্ত নেওয়াটাই পছন্দ করবেন।

দিল্লি ক্যাপিটালস শিবিরে আজ নজর থাকবে মিচেল মার্শের ওপর। তার ব্যাটিং তফাৎ করে দিতে পারে আজ। সেই সঙ্গে অক্ষর প্যাটেল এবং অনরিখ নোকিয়া ওপর আজ বাড়তে দায়িত্ব থাকবে, কেকেআর ব্যাটিংকে আটকানোর। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে হবে অক্ষরকে। অপরদিকে আজ দিল্লির মিডল অর্ডারকে ভাঙতে কেকেআরের সবচেয়ে বড় ভরসা সুনীল নারায়ণ। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ মূলত পেসারদের সহায়ক হলেও ক্যারিবিয়ান তারকা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সেই সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের ব্যাট আবারো একবার গর্জে উঠবে, এমনটাই আশা রাখছেন কেকেআর ভক্তরা।

সম্ভাব্য দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, মনীশ পান্ডে, রাইলি রুশো, যশ ধুল, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অনরিখ নোকিয়া, মুস্তাফিজুর রহমান

সম্ভাব্য কলকাতা নাইট রাইডার্স একাদশ: লিটন দাস, নারায়ণ জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, লকি ফার্গুসন

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর