দিল্লির রামলীলায় দেবী কালী রূপে অভিনয়! তাক লাগলেন বাংলদেশের তরুণী

বাংলা হান্ট ডেস্ক : দেশ-সংস্কৃতি সবই আলাদা। তবুও কী সাবলীল অভিনয়! দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত রামলীলায় (Ramlila) একেবারে নিখুঁত অভিনয় করে তাক  লাগলেন এক বাংলাদেশী তরুণী। তাঁর  নাম তাসমিয়া হোসেন। তরুণীর জন্মভূমি বাংলাদেশ হলেও, তাঁর  অভিনয় দেখে কিন্তু সেকথা বোঝার উপায় নেই। ধর্মীয় ভেদাভেদের বেড়াজাল টপকে রামলীলায়  (Ramlila) তাসমিয়ার অভিনয় এদিন মন কেড়েছে রাজধানী দিল্লির।

লালকেল্লার রামলীলায় (Ramlila) মা কালী রূপে বাংলাদেশী তরুণী

জন্মসূত্রেই তাসমিয়ার বেড়ে ওঠা একেবারে ভিন্ন সংস্কৃতিতে। আর এবারের লালকেল্লার রামলীলায় (Ramlila) ইসলাম ধর্মাবলম্বী তাসমিয়াই হয়ে উঠেছিলেন শক্তির আধার মা কালী। তাঁর  সেই রূপ দেখে অভিভূত ইভেন্ট ম্যানেজার থেকে শুরু করে শোয়ের পরিচালক সকলে। তাসমিয়া বাংলাদেশের ঢাকার মগবাজারের বাসিন্দা।

অনেকদিন আগেই  স্কুলের পড়াশোনা শেষ করে ঢাকা থেকে দিল্লি চলে এসেছিলেন তিনি। নাচের প্রতি ভালোবাসা থেকেই দিল্লিতে পড়াশোনার পাশাপাশি কথ্থকের তালিম নিতে শুরু করেন তাসমিয়া। দিল্লির লালকেল্লায় প্রথমবার রামলীলায় অভিনয় করার সুযোগ পেয়ে শুরু থেকেই ব্যাপক উচ্ছাসিত তাসমিয়া নিজেও।

রামলীলায় অভিনয়ের সুবাদে এই ১১ দিনের জার্নিটা তিনি ছুটিয়ে উপভোগ করেছেন। সে কথা জানিয়েই সংবাদমাধ্যমে তরুণী বলেছেন, ‘১১ দিনের কাজ ছিল। অনেক আনন্দ করেছি। সকালে রিহার্সালের জন্য আসতে হত। দুপুরে স্টেজে ফাইনাল টেক হত। তারপর শো হত। অসাধারণ অভিজ্ঞতা।’

অন্য সংকৃতিতে বেড়ে উঠলেও রামলীয়ায় অভিনয়ের সময় তাঁর মধ্যে কিন্তু কোনো জড়তা নজরে আসেনি। এপ্রসঙ্গে  তাসনিয়া বলেছেন, ‘আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। চার্চে যাই। মন্দিরে যাই। মসজিদে যাই। নতুন কিছু শিখতে পারব। তার জন্য খুবই উত্তেজিত ছিলাম। নাচের কোনও বিশেষ অংশের জন্য পুরাণের অনেক কাহিনিও জেনেছি।’

আরও পড়ুন : হাটে হাঁড়ি ভাঙলেন রাজবংশী TMC নেতা! রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধেই আবাস যোজনার টাকা তোলার অভিযোগ

এদিন দিল্লির বুকে লালকেল্লায় মতো ঐতিহাসিক স্থানে রামলীলায় কখনও মা কালী আবার কখনও বা  অন্য রূপে মঞ্চ কাঁপিয়েছেন এই বাংলাদেশী কন্যা। কিন্তু তিনিও জানেন মা কালীর চরিত্র ফুটিয়ে তোলা সহজ নয়, তাসনিয়ার কথায়, ‘আমাকে যখন প্রথম মা কালীর ভূমিকায় নাচের কথা বলা হয়, তখন ভাবছিলাম পারব তো। কারণ, মা কালীর রূপ ধারণের জন্য মুখে ক্রোধের প্রতিচ্ছবি তুলে ধরতে হয়। কিন্তু, পারফর্ম করার পর সবাই যেভাবে প্রশংসা করল, তাতে আমি অভিভূত।’

Ramlila

তরুণীর অভিনয় দেখে  মুগ্ধ ইভেন্ট ম্যানেজার অনুষ্কা পণ্ডিতের মন্তব্য,’যারা অন্যরকম পরিবেশ থেকে আসে, তাদের মধ্যে আমি একটু নিরাপত্তাবোধের অভাব দেখি। সেটা কিন্তু তাসমিয়ার মধ্যে আমি একদম দেখিনি। নাচের সময় সে ছিল সাবলীল। যা একজন শিল্পীর অন্তর থেকে অনুভব করা খুব জরুরি। তাসমিয়া বুঝতেই দেয়নি যে একটা সম্পূর্ণ আলাদা সংস্কৃতি থেকে এসেছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর