বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে আরম্ভ হয়েছে নবরাত্রির উৎসব যা সমস্ত হিন্দুদের কাছে অত্যন্ত প্ৰিয়। তারা সকলেই এই উৎসবটি অত্যন্ত উৎসাহের সাথে পালন করে থাকে। ক্রীড়াজগতও এই ব্যাপারে কোনও ব্যতিক্রম নয়, বাংলাদেশের জাতীয় দলের হিন্দু ক্রিকেটার লিটন দাসও মায়ের একটি ছবি শেয়ার করে সকল হিন্দু ধর্মে বিশ্বাসী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।
কিন্তু এরপর থেকেই পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে এবং তারা মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েন। বাংলাদেশের হিন্দু ক্রিকেটারদের প্রতি আক্রমণের এই ঘটনা নতুন কিছু নয়। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন যার পর থেকে সেই দেশের মৌলবাদীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ম পরিবর্তন করার হুমকি দেয়
তবে সকলেই যে এমনটা করছেন তা নয়, অনেক ভিন্ন ধর্মের মানুষ তাকেও দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের নেটিজেন তাকে এই বিষয়ে আক্রমণ করেছে এমনটা দেখা গিয়েছে।
মহালয়ার দিন পোস্টটি করে লিটন দাস এই পোস্টটিতে বাংলায় লিখেছিলেন, “মহালয়ার অভিনন্দন। মা আসছেন।” পোস্টটিতে অন্য ধর্মের প্রতি বিদ্বেষমূলক কোনও বিষয়ই দেখা যায়নি যার জন্য এমন আক্রমণ তিনি ডিসার্ভ করতেন।
Zaman: No religion other than Islam has any value on the face of the Earth.
Ferdous: You guys must understand that these idols made of clay won’t do any good. Because these idols are meaningless. This is why you should believe in Allah, your Creator.”
(4/n) pic.twitter.com/8JBYlrWPll— Dibakar Dutta (দিবাকর দত্ত) (@dibakardutta_) September 25, 2022
কিছুদিন আগে বাংলাদেশের এক শিশুর ভিডিও বেশ ভাইরাল হয় যেখানে সে তার প্রিয় বাংলাদেশি ক্রিকেটারদের নাম বলছিল যাদের সঙ্গে সে দেখা করতে চায়। তখন শিশুটিকে সৌম্য সরকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে তিনি তাকে পছন্দ করেন না বা তিনি তার সাথে দেখা করতে চান না, কারণ তিনি একজন হিন্দু। এর থেকে বোঝা যায় বিদ্বেষের বীজ সেখানকার সাধারণ মানুষের মনে কতটা ছড়িয়েছে।