বাংলায় ভোট পরবর্তী হিংসায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশি হিন্দুরা, প্রতিবাদে দাহ করল মমতা ব্যানার্জীর কুশপুতুল

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট হয়ে যায়, আবারও বাংলার (west bengal) ক্ষমতায় ফিরছে তৃণমূল শিবির। সেইমত বুধবার মুখ্যমন্ত্রীপদে শপথও নেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই সারা বাংলা জুড়ে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

বিজেপির দাবি তাঁদের কর্মী সমর্থকদের উপর অত্যাচার, সর্বোপরি হিন্দুদের মারধর করে তাঁদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নির্মম ভাবে তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে শাসক দল। অত্যাচারের ভয়ে ঘর ছাড়া হয়ে যাচ্ছেন হিন্দুরা, এমনকি পালিয়ে অসমে চলে যাওয়ার ঘটনাও সামনে আসছে।

https://twitter.com/avroneel90/status/1390551898655051777

রাজ্যে এই ভোট পরবর্তী হিংসাত্মক পরিস্থিতির রিপোর্ট চেয়েও, বিফল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি দিল্লী থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ জনের একটি টিম বাংলায় এলেও, তাঁদের খালি হাতেই ফিরতে হয়। প্রধানমন্ত্রী মোদীও এই অশান্তির রিপোর্ট জানতে চেয়েছেন। তবে রাজ্যপাল এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সবটা জানিয়েছেন।

https://twitter.com/BangladeshVhp/status/1390543023780483073

তবে বাংলায় যখন বিজেপি শিবির এই ঘটনার প্রতিবাদে রাস্তায় ধর্না দিচ্ছে, তখন অন্যদিকে প্রতিবেশি বন্ধু দেশ বাংলাদেশ (bangladesh) গর্জে উঠেছে এই ঘটনার প্রতিবাদে। বাংলায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলে অংশ নেন বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশ হিন্দু মহাজোটের সদস্যরা ঢাকা প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মমতা ব্যানার্জির কুশপুতুলিকা পুড়িয়ে প্রতিবাদ জানায়।

এই বিক্ষোভে অংশ নিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ এবং জাগো হিন্দু পরিষদের মতো সংগঠন গুলো। পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর হওয়া অত্যাচারের এই প্রতিবাদ নজর আকর্ষণ করেছেন অনেকেরই।

Smita Hari

সম্পর্কিত খবর