পরনে লুঙ্গি, লাল টি-শার্ট, সাধারণ মানুষের মতই ঘুরে বেরাচ্ছিল অবৈধ বাংলাদেশি! ধরল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ এলাকায় সন্দেহনজক ভাবে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। জেরা করতেই কথায় ধরা পড়ে নানারকম অসঙ্গতি। নিজেকে বাংলাদেশী (bangladesh) নাগরিক বলে পরিচয় দিলেও, ভারতে আসার কোন বৈধ প্রমানপত্র কাগজপত্র দেখাতে না পারায়, তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারে। শনিবার দুপুর তিনটে নাগাদ সেখানে নজরদারী করার সময় পুলিশের চোখে পড়ে এই ব্যক্তি। সন্দেহভাজন মনে হওয়ায় তাঁকে জেরা শুরু করে পুলিশ।

bjhbjbvbjh

ওই ব্যক্তি জানান, তাঁর নাম ওসমান আলি এবং তিনি বাংলাদেশের ঝেরাইদাহ জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামের বাসিন্দা। তাঁর পরনে ছিল লাল গেঞ্জি আর নীল সাদা লুঙ্গি।

তখনই ভারতে আসার কারণ জানতে চায় পুলিশ এবং সঙ্গে দেখতে চায় প্রমানপত্র। কিন্তু এদেশে আসার কারণ এবং বৈধ প্রমানপত্র না দেখাতে পারায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। অনুপ্রবেশকারী আইনে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ঠিক কি কারণে তিনি বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে এসেছিলেন, সেই কারণ খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোন বড় চক্রের হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Smita Hari

সম্পর্কিত খবর