বাংলা হান্ট ডেস্ক: ভারত-পাকিস্তানের উত্তেজনার আবহেই ফের শুরু হতে চলেছে IPL (Indian Premier League)। তবে, এবার এই টুর্নামেন্টে বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে। আসলে অনেক বিদেশি খেলোয়াড় এখন খেলার জন্য ফিরে আসছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের কারণেই এমনটা হয়েছে। এমতাবস্থায়, দিল্লি ক্যাপিটালস তাদের দলে একজন নতুন খেলোয়াড় যুক্ত করেছে। যিনি বাংলাদেশের তারকা খেলোয়াড়।
IPL (Indian Premier League) ২০২৫-এ এবার এন্ট্রি নিচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়:
জানিয়ে রাখি যে, IPL (Indian Premier League)-এর চলতি মরশুমে, বাংলাদেশের কোনও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়নি। নিলামের সময়ই প্রত্যেক খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছিল কিন্তু, এখন বাংলাদেশের একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে সেই সময়ে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে প্রচার চালানোর কারণে, IPL-এ বাংলাদেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়নি।
উল্লেখ্য যে, ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক চলতি বছরের IPL (Indian Premier League) থেকে সরে দাঁড়িয়েছেন। এমতাবস্থায়, দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করেছে। ইতিমধ্যেই IPL-এর তরফে ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়েছে। রহমানের আগমনে দিল্লি উপকৃত হবে। কারণ, তিনি একজন দুর্দান্ত বোলার।
আরও পড়ুন: মোদী সরকারের বড় সিদ্ধান্ত! এই রাজ্যে তৈরি হবে ভারতের ষষ্ঠ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, ঘোষণা বৈষ্ণবের
IPL (Indian Premier League) ওয়েবসাইটে জানিয়েছে যে, মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত ৫৭ টি IPL ম্যাচ খেলেছেন এবং তিনি ৬১টি উইকেট হাসিল করেছেন। এদিকে মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে ১০৬ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৩২ টি উইকেট নিয়েছেন। জানা গিয়েছে যে, রহমানকে ৬ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: রোহিত-বিরাটের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন শামি? কী জানালেন তারকা ফাস্ট বোলার?
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মরশুমের (Indian Premier League) শুরুতে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত পারফর্ম করেছিল। কিন্তু, তারপরেই সেই গ্রাফটি ক্রমাগত নিম্নগামী হতে থাকে। তবে, দিল্লি ক্যাপিটালস এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। ১১ ম্যাচে ৬ টি জয়ের পর ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে দিল্লি। এদিকে, দিল্লি ক্যাপিটালসের এখনও মোট ৩ টি ম্যাচ বাকি। ওই ৩ টি ম্যাচেই দিল্লি ক্যাপিটালস জিতল প্লে-অফে পৌঁছতে পারবে। এমতাবস্থায়, অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের প্রথম লক্ষ্য হল প্লে-অফে নিজেদের জায়গা পাকা করা।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: