থামছে না মৃত‍্যুমিছিল, আত্মঘাতী তরুণ বাঙালি সঙ্গীতশিল্পী আতিফ আহমেদ নিলয়

বাংলাহান্ট ডেস্ক: খবরে এখন শুধু মৃত‍্যুর (Death) হাহাকার। গত বারো দিনে তিনজন অভিনেত্রী মডেলের মৃত‍্যুর খবর এসে পৌঁছেছে টলিপাড়া থেকে। শুক্রবার সকালেই মৃত‍্যুর খবর মিলেছে মডেল মঞ্জুষা নিয়োগীর। এর মধ‍্যেই আরো এক খারাপ খবরে মন ভারাক্রান্ত সবার। আত্মঘাতী বাঙালি সঙ্গীতশিল্পী আতিফ আহমেদ নিলয় (Atif Ahmed Niloy)।

বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় গায়ক আতিফ আহমেদ নিলয়। গত সোমবার তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, আত্মঘাতী হয়েছেন গায়ক। তাঁর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে একাধিক কারণ উঠে আসছে।

0020362 kalerkantho 2022 25 pic
বাংশাদেশের শিল্পী তাসনিম মীম জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন নিলয়। পরিবারেও একের পর এক খারাপ খবর আসছিল। কয়েক মাস আগে ক‍্যানসারে নিজের বাবাকে হারান তিনি। খবর বলছে, দাম্পত‍্য জীবনও খুব একটা সুখের ছিল না গায়কের।

বাংলাদেশি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বৈবাহিক জীবনে সমস‍্যার মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন আতিফ আহমেদ নিলয়। স্ত্রী নওসিন আক্তারের পরিবারের তরফে নাকি প্রতিকূলতা আসছিল তাঁদের দাম্পত‍্য জীবনে। বাবার মৃত‍্যু, নিজের পরিবার নিয়ে সমস‍্যা সব মিলিয়ে ক্রমশ অবসাদে চলে যাচ্ছিলেন গায়ক।

সোশ‍্যাল মিডিয়ায় তাঁর শেষ পোস্ট ছিল গত ২১ মে। ফেসবুক বার্তায় তিনি লিখেছিলেন, ‘আল্লাহ আমার উপর হেদায়েত দান করুন। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে।’

গত শনিবার পোস্টটি শেয়ার করেছিলেন আতিফ আহমেদ নিলয়। তার দুদিন পর সোমবার আত্মঘাতী হন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পীদের মধ‍্যে জনপ্রিয় নাম আতিফ আহমেদ নিলয়। কার বাসর ঘুমাও বন্ধু’,  বোকা পাখি আপন চিনলি না’ এর মতো বেশ কিছু গান জনপ্রিয় হয়েছিল তাঁর কণ্ঠে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর