হিলিতে BSF এর উপর হামলা পাচারকারীর, পাল্টা গুলিতে নিহত বাংলাদেশী

বাংলাহান্ট ডেস্ক : ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের ঘটনা নতুন কিছু নয়। এবার হিলি সীমান্তে পাচার চক্রের সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তির উদ্দেশ্যে গুলি তাক করলেন বিএসএফের জওয়ানরা। বিএসএফ সূত্রে খবর, শনিবার ভোরে বাংলাদেশের দিনাজপুর থেকে সীমান্ত লাগোয়া কুণ্ডুপাড়ায় একটি পরিত্যক্ত চালকলের কাছে ওই পাচারকারী নজরে আসে।

বিএসএফ জওয়ানদের সন্দেহ বাড়তেই তারা ওই পাচারকারীকে আটক করে রাখলে ওই ব্যক্তি উলটে বিএসএফের উপর বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে লাফিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের (Bangladesh) দিকে চলে যান বলে খবর। জানা গিয়েছে যে, ওই ব্যক্তি বাংলাদেশি পাচারকারী ও পাচারের উদ্দেশেই ভারতে এসেছিল। তার নাম বাবু। বাংলাদেশের দিনাজপুরের ফকিরপাড়ায় বাড়ি।

গুলিতে নিহত ওই পাচারকারীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাপানউতোর শুরু হয় ভারত বাংলাদেশের মধ্যে। তবে শুধুমাত্র বাবু নয়, আরো বেশ কয়েকজন পাচারকারী সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়েছিলেন বলেই বিএসএফ কর্মীরা অভিযোগ জানিয়েছেন। বিএসএফ কর্মীদের বক্তব্য, সীমান্তের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা পাচারকারীরা বিএসএফের উপর হামলা চালিয়েছে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত হামলা চালানো সব পাচারকারীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে ২টি দা, ২টি বাঁশের লাঠি, ৭৯ বোতল নিষিদ্ধ ওষুধ, ২৪০০ বাংলাদেশি টাকা ও একটি মোবাইল। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের হিলি (Hili) সীমান্তে বিএসএফের গতিবিধি বেড়েছে।

deadbody 1905020409

বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অজয় সিংয়ের নেতৃত্বে এই এলাকাগুলিতে জওয়ানদের সক্রিয়তা বেড়েছে। কারণ, অভ্যন্তরীণ রিপোর্টে প্রকাশ পেয়েছে এই এলাকায় সম্প্রতি অনুপ্রবেশ, পাচার সমস্যা বাড়ছে। তারপর থেকেই আরও সচেতন জওয়ানরা। তারই মাঝে ঘটে গেল এমন ঘটনা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর