বাংলা হান্ট ডেস্কঃ এমাসের ৯ তারিখ থেকে ব্রিটেনে (United Kingdom) বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে। যদিও শুধু বাংলাদেশের না ফিলিপিন্স, পাকিস্তান, কেনিয়ার নাগরিকদেরও ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ব্রিটিশ সরকার। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।
ব্রিটেনে এখন ভ্যাকসিনেশনের কর্মসূচি চলছে পুরো দমে। তবে যতই ভ্যাকসিন দেওয়া হোক না কে, দেশে করোনার সংক্রমণ আগের মতই বেড়ে চলছে। আর করোনার বর্ধিত মামলা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। করোনার নতুন স্ট্রেন যাতে দেশে না ঢুকতে পারে সেই জন্য বিশেষ নজর রাখছে ব্রিটিশ সরকার। পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া আর ফিলিপিন্সকে আগামী ৯ এপ্রিল লাল তালিকায় অন্তর্ভুক্ত করবে সরকার। ওই তালিকায় মোট ৩৯টি দেশের নাম আছে বলে জানা গিয়েছে।
আরেকদিকে, বাংলাদেশেও ফের ভয়াবহ আকার নিচ্ছে করোনা। বিগত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৬ হাজার ৪৬৯ জন আক্রান্ত হয়েছেন। একদিনে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা এটিই সর্বোচ্চ বাংলাদেশে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে।