মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ, প্রবল অস্বস্তিতে মোদী সরকার

বাংলাহান্ট ডেস্কঃ হাতেনাতে মিলে গেল IMF-এর পূর্বাভাস। ২০২০ সালে মাথাপিছু জিডিপিতে ভারতকে (india) পেছনে ফেলে এগিয়ে গেল হাসিনার দেশ বাংলাদেশ (bangladesh)। করোনা আবহ এবং লকডাউনে ভেঙে পড়া অর্থনীতিতে পিছিয়ে গেল ভারত।

করোনা আবহে লকডাউন জারি করায় প্রথম থেকেই বিরোধীদের দ্বারা সমালোচিত হয়েছে মোদী সরকার। তারউপর লকডাউন জারী করায় ভারতের অর্থনীতিও কিছুটা দুর্বল হয়ে পড়ে। গতবছরই IMF এক সমীক্ষা করে জানিয়েছিল, ২০২০ সালে ভারতের মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৭৭ ডলার হলে, বাংলাদেশের তা বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮৮৮ ডলার। কিন্তু সেসময় কোন কিছুতেই কোন কর্ণপাত করেনি কেন্দ্র সরকার। তবে এবার সেই রিপোর্ট মিলে গেল হাতেনাতে।

1577648425 8299

এবিষয়ে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রকের মন্ত্রী এম এ মান্নান জানান, বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। বাংলাদেশী মূদ্রায় যার মূল্য দাঁড়াচ্ছে বছরে ১ লক্ষ ৮৮ হাজার ৮৭৩ টাকা। তবে গতবছর এই জিডিপির পরিমাণ ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। সেই হিসেবে দেখতে গেলে, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়েছে ১৬৩ ডলার, গতবছরের থেকে যা ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশের থেকে ২৮০ মার্কিন ডলার কম মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ভারতের।

মাথাপিছু জিডিপি হল- দেশের বা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় যত মানুষ বসবাস করেন, তাঁদের সকলের গড় আয়। কোন দেশের মোট আয়কে, মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে এই হিসেব পাওয়া যায়। সেই হিসেবেই দেখা গেছে ভারতের থেকে বেশকিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর