এশিয়া কাপে ভারতকে টেক্কা দিতে অগ্নিপরীক্ষা! জলন্ত অগ্নিকুণ্ডের ওপর দিয়ে হাঁটলেন বাংলাদেশের ক্রিকেটার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই আরম্ভ হতে আর দুই সপ্তাহও বাকি নেই। পাকিস্তান বনাম ম্যাচের মধ্য দিয়ে ৩০শে আগস্ট আরম্ভ হবে এই টুর্নামেন্ট। গতবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সকলকে পেছনে ফেলে শ্রীলঙ্কা কাপ তুলেছিল ঘরে। এবার অন্য কোন প্রতিপক্ষ অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কেউ তাদের টেক্কা দিতে পারে কিনা সেই নিয়ে অত্যন্ত আগ্রহী হয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু এইসবের মাঝেই এক অভিনব উপায়ে নিজেকে প্রস্তুত করে সকলকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ নাঈম। সফলতা এশিয়া কাপের আগে বা বল হাতে নিজেদেরকে নিচ্ছেন তখন প্রতিবেশী দেশের এই ক্রিকেটার এমন একটি পদ্ধতিতে নিজেকে প্রস্তুত করে তুলছেন, যা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটা দেখা যাচ্ছে আজব একটি দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ড’র মধ্যে দিয়ে নির্ভীকভাবে হেঁটে এগিয়ে ফেলেছেন নাঈম। এক ফুটবল মাঠে নিজের ট্রেনারের পরামর্শে এমন পরিবেশ তৈরি করেছেন তিনি।

কেন এমন কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার? জানা গিয়েছে যে এই অনুশীলন করে নিজেকে মানসিকভাবে শক্তিশালী এবং স্থির করে তুলতে চাইছেন তিনি। অনেকেই আশ্চর্য হয়ে গিয়েছেন তার এই ভিডিও দেখে এবং সোশ্যাল মিডিয়ায় একটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

তবে বাংলাদেশ এশিয়া কাপ নিয়ে ভক্তরা বড় রকম সন্দেহ প্রকাশ করেছেন। গত বছর ভারত দেশের মাটিতে ওডিআই সিরিজে হারালেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো এমনটা বলা যাবে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারের এই অনুশীলন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

 

সম্পর্কিত খবর

X