‘ভারতের বাতাস অত্যন্ত দূষিত, বিষাক্ত পরিবেশ’, অজুহাত দিয়ে অনুশীলন বাতিল বাংলাদেশ দলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) অবস্থা অত্যন্ত খারাপ। বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছিলেন তারা। কিন্তু তারপর থেকে হারের যে ধারা শুরু হয়েছে তা টানা ছয় ম্যাচ ধরে অব্যাহত রয়েছে। আগামী সোমবার তারা মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু তার আগে ভারতের (India) বিরুদ্ধে অভিনব অভিযোগ তুললো।

শুক্রবার নিজেদের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। কিন্তু কেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে তারা চমকে দেওয়া একটি জবাব দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রীলঙ্কা ম্যাচ তাদের কাছে। কিন্তু তার আগে অনুশীলনের না করতে পারার জন্য তারা ভারতের আবহাওয়াকে দায়ী করছে।

বাংলাদেশ ক্রিকেট দলের তরফ থেকে জানানো হয়েছে ক্রিকেটারদের স্বাস্থ্য সবার আগে। তাই দিল্লির দূষিত আবহাওয়ায় ক্রিকেটারদের অনুশীলন করিয়ে তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মোট তিনটি সময় অনুশীলনের কথা ছিল গোটা দলের। তার মধ্যে প্রথমটি বাতিল করে ফেলেছে তারা।

bangladesh 1 team

এর আগে মুম্বাইয়ের আবহাওয়াকে নিজেদের খারাপ পারফরম‍্যান্সের জন্য দায়ী করেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটের জো রুট। এবার বাংলাদেশ ক্রিকেট দলের তরফ থেকেও একইরকম অভিযোগ ওঠায় ছড়িয়েছে চাঞ্চল‍্য।

আরও পড়ুন: ইডেনে কোহলিদের ম্যাচের টিকিট নিয়ে তুমুল কালোবাজারি! এবার পুলিশের নিশানায় সৌরভের পরিবার

আইসিসি জানিয়ে দিয়েছে যে আয়োজক পাকিস্তান ছাড়া চলতি বিশ্বকাপের পয়েন্টস টেবিলের প্রথম সাতটি দল (পাকিস্তান সাতের মধ্যে থাকলে আটটি) দু’বছর পরে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য যোগ্যতা অর্জন করবে। ওডিআই বিশ্বকাপে এই মুহূর্তে অংশগ্রহণ করেছে দশটি দল। পাকিস্তানের টপ সেভেনে থাকা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়, তাহলে তাদের প্রথম আটের মধ্যে থাকতেই হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর