এবার কপাল পুড়ল বাংলাদেশের সোনালী ব্যাংকের! প্রায় কোটি টাকা ফাইন করল RBI, কেন এই সিদ্ধান্ত?

   

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) শাস্তির মুখে পড়ল দুটি ব্যাংক। ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা ও বাংলাদেশের সোনালি ব্যাংককে ৯৬.৪ লক্ষ টাকা জরিমানা করেছে। জানা যাচ্ছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভর্তুকির মাধ্যমে একটি কর্পোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড লোনের অনুমোদন দেয় সরকারের কাছ থেকে আদায়যোগ্য পরিমাণের বিনিময়ে।

সূত্রের খবর, সেই অভিযোগেই মোটা টাকা জরিমানা করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। এছাড়াও সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে আরো অভিযোগ জালিয়াতির ফলে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময়মতো ফেরত দিতে পারেনি তারা। সেই জন্যেও এই ব্যাংককে জরিমানা করা হয়েছে। এই ব্যাংকের বিরুদ্ধে আরও অভিযোগ যে তারা সংযুক্ত ছিল অননুমোদিত ই–লেনদেনের ক্ষেত্রেও।

আরোও পড়ুন : জুলাই থেকে শুরু সমীক্ষা! আবাস যোজনা নিয়ে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার

আরো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানার জন্য সোনালি ব্যাঙ্ক পিএলসিকে জরিমানা করা হয়েছে ৯৬.৪ লাখ টাকা । বাংলাদেশের সোনালি ব্যাংকেরই একটি অংশ হল সোনালি ব্যাঙ্ক পিএলসির ভারতীয় শাখা। রিজার্ভ ব্যাংকে বলছে, এই জরিমানা করা হয়েছে কিছু নিয়ম অমান্য করার ফলে। এর প্রভাব পড়বে না গ্রাহকদের লেনদেন বা অন্যান্য চুক্তির উপর।

bank

বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের জন্য সম্প্রতি রিজার্ভ ব্যাংক জরিমানা করে এইচএসবিসি ব্যাংককে।  এইচএসবিসি-কে ৩৬ লাখ ৩৮ হাজার টাকার জরিমানা দিতে বলা হয়। সাম্প্রতিক অতীতে রিজার্ভ ব্যাংক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জরিমানা করে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কককেও। আইসিআইসিআই ব্যাঙ্ককে ১ কোটি এবং ইয়েস ব্যাঙ্ককে ৯১ লাখ জরিমানা করে আরবিআই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর