বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে টাকা সঠিক সময়ে হাতে পেয়েও বাড়ি তৈরিতে অনীহা। এবার কড়াকড়ি শুরু করল প্রশাসন। মালদহে (Malda) পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের মাধ্যমে তাঁদের সতর্ক করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বলা হয়েছে এর পরেও প্রকল্পের প্রাপ্ত অর্থ বাড়ি তৈরিতে ব্যবহার না করলে পুলিসের কাছে লিখিত অভিযোগ জানানো হবে।
বাংলার বাড়ি প্রকল্পে কড়াকড়ি! Banglar Bari
সূত্রের খবর, কেবল মালদহ জেলায় এখনও প্রায় এক হাজার বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা প্রাপ্য অর্থ পেয়েও নির্মাণ কাজে হাত দেননি। এরপর এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানানো হয়েছে। জেলা উন্নয়ন সংক্রান্ত বৈঠকের পর এই কড়া নির্দেশ সামনে এসেছে।
কেবল আবাস নয়, যে কোনও সরকারি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ধীরগতি বা অনিয়মের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। এই বিষয়ে জেলাশাসক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে গতি আনার স্পষ্ট নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ রূপায়ণের বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যালোচনা বৈঠক।
ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf
প্রসঙ্গত, একাধিক সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় রাজ্য নিজেই তাদের কোষাগার থেকেই অর্থ ব্যয় করে প্রকল্প চালাচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে আবাস যোজনারও। বাংলার মানুষকে আবাসে (Awas Yojana) বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র বরাদ্দ আটকে রেখেছে। তবে বিগত সময়ে এই প্রকল্প চলেছে কেন্দ্রীয় বরাদ্দেই।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগ, হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এল বড় আপডেট
উল্লেখ্য, এর আগে ৫২৪ জনকে টাকা ফেরানোর জন্য নোটিস দিয়েছে রায়গঞ্জ পুরসভা। আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করায় তাঁদের দ্রুত আবাসের অর্থ ফেরানোর নির্দেশ দেওয়া হয়। বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা না ফেরালে, পুলিসে এফআইআর করা হবে।