শীঘ্রই টাকা তুলুন! এগারো দিন ছুটি ব্যাঙ্কে, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

বাংলা হান্ট ডেস্ক : আজ মহাপঞ্চমী৷ উত্সবের মরসুম শুরু হয়ে গিয়েছে৷ এবার উত্সব উপলক্ষে অক্টোবর মাসে এগারো দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ব্যাঙ্ক কর্মীদের জন্য যথেষ্ট খুশির খবর হলেও সমস্যায় পড়বেন লক্ষ লক্ষ গ্রাহকরা৷ যদিও এটিএম ভরসা কিন্তু প্রযুক্তিগত কারণে সব সময় এটিএম থেকে টাকা তোলা যায় না তাই উত্সবের মরসুমে টাকা তোলা নিয়ে খানিকটা নাজেহাল হতে হতে পারে আম জনতাকে৷Banks Closed

বুধবার গাঁধী জয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ ছিলেন, 6 তারিখ রবিবার, 7,8 তারিখ দুর্গাপুজোর নবমী দশমী উপলক্ষে ব্যাংক বন্ধ৷ 12-13 তাই মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ 20 অক্টোবর তারিখে রবিবার ব্যাংক বন্ধ, 26-27 চতুর্থ সপ্তাহে শনিবার এবং রবিবার তাই ব্যাংক আবারও বন্ধ৷ 28-29 অক্টোবর তারিখে দীপাবলি এবং ভাইফোঁটার জন্য ব্যাংক বন্ধ থাকবে৷

   

তা হলে এ ভাবে খেপে খেপে এগারো দিন বন্ধ থাকার ফলে গ্রাহকদের আগাম সতর্ক করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ কারণ দুর্গাপুজো উপলক্ষে সব এটিএম গুলিতে বাড়তি চাপ থাকে তাই সমস্যা এড়াতে বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে টাকা তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ৷

সম্পর্কিত খবর