বিনামূল্যে ৫ লাখ টাকার সুবিধা মেলে যেকোনোও ব্যাঙ্কের ডেবিট কার্ডে, এভাবে তুলতে পারবেন ফায়দা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময় এটিএম কার্ড (Atm Card) বা ডেবিট কার্ড Debit Card) আমাদের সকলেরই খুব প্রয়োজনীয় একটি জিনিস। যেকোনো সময় যে কোন জায়গা থেকে টাকা তোলা বা কেনাকাটা করলে পিওএস মেশিনের সাহায্যে টাকা মেটানোর ক্ষেত্রে এটিএম কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের প্রত্যেকের এটিএম কার্ডয়েই থাকে নির্দিষ্ট পরিমাণ বীমা। শুধু অসময়ে টাকার প্রয়োজন মেটানো নয়, আপনার দুঃসময়েও এই এটিএম কার্ড আপনাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। আজ আমরা জেনে নেব সেই বিষয়।

অনেকেই জানেন না আমাদের প্রত্যেকটি এটিএম কার্ডে থাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা। যার জন্য একটা টাকাও খরচ করতে হয় না। জেনে নিন কিভাবে পাবেন বীমার টাকা।

কারা পেতে পারেন বীমার সুবিধা: কিভাবে এই বীমার সুবিধা পাওয়া যায় তা প্রথমে জেনে নেওয়া ভালো। আর বি আই এর নিয়ম অনুযায়ী যে ব্যক্তিটি কমপক্ষে ৪৫ দিন আগে পর্যন্ত সেই কার্ডটি ব্যবহার করেছেন তিনি এই বীমার অধীনে পড়বেন। এই বীমার পরিমান কত হবে তা নির্ভর করে সেই ব্যক্তিটির কি ধরনের কার্ড আছে তার উপর।

বিভিন্ন ধরনের কার্ডে বীমার সুবিধা: ব্যাংক কর্তৃপক্ষ সাধারণত ক্লাসিক, প্লাটিনাম, সাধারণ শ্রেণীর কার্ড ইস্যু করে।মাস্টার কার্ডে ৫০ হাজার টাকা, ক্লাসিক এটিএম কার্ডে ১ লাখ টাকা, ভিসা কার্ডে ১.৪ থেকে ২ লাখ টাকা এবং প্ল্যাটিনাম কার্ডে ৫ লাখ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি জনধন যোজনা প্রকল্পের অধীনে খোলা জিরো ব্যালেন্স একাউন্টে Rupay কার্ডে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার কভারেজ থাকে।

মৃত্যুর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা: যদি এটিএম কার্ড ব্যবহারকারী হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে এই বীমার টাকা দাবি করতে পারেন। ব্যবহারকারীর মৃত্যু হলে তার নমিনি ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। পাশাপাশি একটি হাত বা একটি পা যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং দুটি অঙ্গ বাদ গেলে ১ লক্ষ টাকা পর্যন্ত বীমার কভারেজ পাওয়া যায়।

কিভাবে পাবেন বীমার টাকা: বীমার টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে চিকিৎসা নথি ও পুলিশের এফআইআর এর কপি জমা দিতে হবে ।এরপর কিছু নিয়ম পালনের মাধ্যমে বীমার টাকা হাতে পেতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর