উৎসবের আবহে লক্ষ্মীলাভ! ২.৬৩% DA বৃদ্ধির ঘোষণা! কোন কর্মীর অ্যাকাউন্টে কত ঢুকবে?

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, উৎসবের আবহে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অনেকে। কেউ ৩%, কেউ আবার ৪% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে। এর ফলে মুখে হাসি ফুটেছে অগুনতি সরকারি কর্মচারীর। এমতাবস্থায় সামনে আসছে বড় খবর। সম্প্রতি ব্যাঙ্ককর্মীদের ২.৬৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কটচেলাম।

  • কোন কর্মীর অ্যাকাউন্টে বাড়তি কত টাকা ঢুকবে (Dearness Allowance)?

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ব্যাঙ্ককর্মীরা (Bank Employees) আগে ১৭.২% হারে ডিএ পেতেন। তবে ২০২৪ সালের নভেম্বর মাস থেকে ২.৬৩% হারে তাঁদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে তাঁরা ১৯.৮৩% হারে ডিএ পাবেন। কোন কর্মীর অ্যাকাউন্টে বাড়তি কত টাকা ঢুকবে সেটাও জানিয়েছেন সিএইচ বেঙ্কটচেলাম।

ব্যাঙ্ককর্মীদের সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সাবস্টাফের ক্ষেত্রে নূন্যতম ৭০০ এবং সর্বোচ্চ ১৮০০ টাকা ডিএ (DA) বেড়েছে। অন্যদিকে ক্লারিক্যাল পদে কর্মরত কর্মীদের ক্ষেত্রে সবচেয়ে কম ৮৭০ টাকা এবং সর্বাধিক ৩৩৭০ টাকা মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। স্কেল ভেদে কোন কর্মীর কত টাকা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধি পেয়েছে সেটাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস! শীত পড়বে কবে থেকে? বড় আপডেট দিল হাওয়া অফিস

সিএইচ বেঙ্কটচেলাম বলেন, স্কেল-১ কর্মচারীদের সবচেয়ে কম ১৬০০ টাকা এবং সর্বাধিক ৩৬০০ টাকা ডিএ বেড়েছে। স্কেল-২ এর ক্ষেত্রে সেই অঙ্কটা নূন্যতম ২২০০ এবং সর্বাধিক ৪১০০ টাকা। স্কেল-৩ কর্মীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির অঙ্কটা সবচেয়ে কম ২৯০০ টাকা ও সবচেয়ে বেশি ৪২০০ টাকা। অন্যদিকে স্কেল-৪ কর্মীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির অঙ্কটা ৩৫০০-৪৪০০ টাকার মধ্যে রয়েছে।

Dearness Allowance DA hike

স্কেল-৫ থেকে স্কেল-৭ অবধি কর্মীদের নূন্যতম কত টাকা এবং সর্বাধিক কত টাকা ডিএ (Dearness Allowance) বেড়েছে সেটাও জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। স্কেল-৫ কর্মীদের ক্ষেত্রে সবচেয়ে কম ৪১০০ টাকা এবং সর্বাধিক ৪৮০০ টাকা ডিএ বৃদ্ধি পাচ্ছে, স্কেল-৬ এবং স্কেল-৭ এর ক্ষেত্রে অঙ্কটা নূন্যতম ৪৯০০ টাকা এবং সর্বাধিক ৬০০০ টাকা বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীদের সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর