নিয়োগ কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি অতীত! এবার অন্য দুর্নীতিতে শহরে ED-র চিরুনি তল্লাশি, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস। সেই ২০২২ সাল থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল বাংলায়। কেঁচো খুঁড়তে কেউটের মত বেরিয়ে পড়েছে পুর নিয়োগ দুর্নীতি। সম্প্রীতি রেশন কেলেঙ্কারি মামলায় রাজ্য জুড়ে অভিযানে নেমেছে ইডি-সিবিআই। এরই মধ্যে এবার অন্য দুর্নীতির (New Scam) তদন্তে শহরে ইডি হানা (ED Raid)।

দিল্লির ব্যাঙ্ক প্রতারণা মামলায় রবিবার ছুটির দিনে শহরের দুই জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টররেট (Enforcement Directorates)। এদিন চিনার পার্ক সংলগ্ন একটি অফিস ও এক হাউজিংয়ের একটি ফ্ল্যাটে পৌঁছে যায় ইডি। চলে টানা তল্লাশি অভিযান।

সূত্রের খবর, এদিন চিনার পার্ক সংলগ্ন পিএস এভিয়েটর বিল্ডিংয়ের পাঁচতলার একটি অফিসে পৌঁছে যায় ইডির একটি টিম। চলে তল্লাশি । অফিস বন্ধ থাকায় অবশ্য দীর্ঘক্ষণ ইডিকে অফিসের বাইরেই অপেক্ষা করতে হয়। পরে প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করার পর তারা সেখান থেকে বেরিয়ে যান।

ed men

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা! সাথেই আজ তুমুল বৃষ্টিতে ভিজবে এই ৭ জেলা: আবহাওয়ার খবর

ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে এদিন গ্রিনউড হাউজিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালায় ইডি। জানা গিয়েছে, ফ্ল্যাটটি ঋষি সিং নামে এক ব্যক্তির। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত। ঘটনায় মূল অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে এই ঋষি সিংয়ের সূত্র খুঁজে পায় ইডি। তারপরই তল্লাশি অভিযান। জানিয়ে রাখি, ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে এই প্রথম নয়, এর আগেও শহরে তল্লাশি অভিযানে নেমেছিল ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর