বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যাংক কর্মচারী ইউনিয়ন দাবি তুলে আসছিল সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে। এবার হয়ত সেই দাবিতে সিলমোহর বসাতে চলেছে সরকার। বিষয়টি নিয়ে ব্যাংক (Bank) কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে একটি চুক্তিও সারা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) সাথে।
এই চুক্তি সরকারের তরফে গৃহীত হলেই এবার থেকে ব্যাংকের কর্মচারীদের দুদিন করে ছুটি থাকবে সপ্তাহে।ব্যাংক কর্মচারীদের বর্তমানে প্রতি রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। নতুন নিয়ম চালু হলে এবার থেকে কর্মচারীরা সপ্তাহে শনি ও রবিবার করে ছুটি পাবেন।
আরোও পড়ুন : রচনা গালে চুমু খেতেই শপথ এই তারকার! ‘আর ধুচ্ছি না ‘, বলতেই ভাইরাল সেই সেলিব্রেটির ভিডিও
ছুটি সংক্রান্ত নতুন এই নিয়ম বলবৎ হবে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে। ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের এক সদস্য বলছেন, ‘সরকার এটা মেনে নিলে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের 25 নম্বর ধারা অনুযায়ী প্রতি শনিবার ছুটি পাব আমরা। 2024-র শেষে না হলেও 2025-র শুরুতে যা কার্যকর হবে বলে আমরা আশাবাদী।’
নতুন নিয়ম চালু হলে সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সূত্রের খবর, ব্যাংকের কর্ম দিবস কমলেও বাড়বে ওয়ার্কিং আওয়ার। প্রতিদিন ৪০ মিনিট করে বৃদ্ধি পেতে পারে ব্যাংকের কাজের সময়। জানা যাচ্ছে, সকাল 9.45 মিনিট থেকে বিকেল সাড়ে 5 টা পর্যন্ত পর্যন্ত সেক্ষেত্রে খোলা থাকবে ব্যাংক।