আগস্ট মাসে ১৩ দিন বন্ধ ব্যাংক! আগেভাগেই মিটিয়ে সব কাজ, নাহলেই বাড়বে ভোগান্তি

বাংলাহান্ট ডেস্ক : আর চার দিন বাকি, জুলাই মাস শেষ হতে চলেছে। আসছে আগস্ট মাস। এই আগস্ট মাস থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে যায় দেশজুড়ে। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা দিবস আগামী ১৫ ই আগস্ট। জানা গিয়েছে যে, চলতি বছরের আগস্ট মাসে নাকি মোট ১৩ দিন বন্ধ থাকবে দেশের (India) ব্যাংকগুলি (Bank)।

আগস্টে ১৩ দিন ব্যাংক কর্মীদের ছুটি (Bank Holiday)

প্রত্যেক সপ্তাহের রবিবার সহ দ্বিতীয় ও চতুর্থ শনিবার যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন পূজা পার্বণ। তাই আগস্ট মাসের ছুটির (Bank Holiday) তালিকা বেশ খানিকটা লম্বা বলাই যায়। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ব্যাংক ছুটির (Bank Holiday) তালিকা।

   

আরোও পড়ুন : ভারতীয় টাকা কি দিয়ে তৈরি হয় জানেন? কাগজ নয় কিন্তু, ব্যবহার করা হয় এই ‘বিশেষ’ উপকরণটি

আগস্ট মাসে যদি ব্যাংকে কোন আপনি ফেলে রাখেন, তাহলে তার আগে কোন কোন দিন গুলিতে ব্যাংক বন্ধ থাকছে অর্থাৎ ছুটি থাকতে সেই বিষয়টি আগেভাগেই জেনে নিন। তা নাহলে সমস্যায় পড়তে পারেন। তবে রাজ্য ভেদে ব্যাঙ্ক ছুটির (Bank Holiday) দিন কিন্তু পরিবর্তিত হতে পারে। এবার দেখে নিন আসন্ন আগস্ট মাসের কোন কোন দিন ব্যাংক ছুটি থাকছে।

আরোও পড়ুন : সোনা-রুপোর দামে বিরাট পতন! ১ সপ্তাহে লাফিয়ে কমল দাম, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

আগামী ৩ আগস্ট কের পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৪ ঠা আগস্ট রবিবার তো সরকারি ছুটি। ৮ আগস্ট গ্যাংটকে টেন্ডং লো রাম ফাট উপলক্ষে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। ১০ আগস্ট দ্বিতীয় শনিবার। তাই ওইদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। ১১ আগস্ট রবিবার। ১৩ আগস্ট দেশপ্রেম দিবস। সেই উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেদিনও ব্যাংকগুলি বন্ধ থাকবে।

Will the bank be closed every Saturday

 

১৮ আগস্ট রবিবার। ১৯ আগস্ট রাখি বন্ধন উৎসব, তাই দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাংকগুলি। শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে আগামী ২০ আগস্ট কেরালায় ব্যাঙ্কগুলি বন্ধ (Bank Holiday) থাকবে। ২৪ আগস্ট চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। আবার ২৫ আগস্ট রবিবার ছুটি। ২৬ আগস্ট শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাংকগুলি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর