বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর শুরু হতে চলেছে অক্টোবর মাস। অক্টোবর মানে গোটা দেশ জুড়ে জারি থাকে উৎসবের মরশুম। অক্টোবর মাসেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এছাড়াও রয়েছে দশেরা, ভাইফোঁটা, কালীপুজোর মতো উৎসব। জানা যাচ্ছে, অক্টোবর মাসে ১৫ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক (Bank Holiday)।
ব্যাংকের ছুটির (Bank Holiday) তালিকা প্রকাশ করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সব জায়গার ব্যাংক যে একই দিনে বন্ধ থাকে এমনটা নয়। জাতীয় ছুটিতে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকে। তবে স্থানীয় ছুটি অনুযায়ী নির্ধারিত হয় ব্যাংকের ছুটি। সেই অনুযায়ী এক নজরে দেখে নেওয়া যাক অক্টোবর মাসে ব্যাংক হলিডের তালিকা।
অক্টোবর মাসে ব্যাংকে ছুটির (Bank Holiday) তালিকা :
১ অক্টোবর : বিধানসভা নির্বাচন উপলক্ষে জম্মু ও কাশ্মীরে ব্যাংক বন্ধ।
২ অক্টোবর : গান্ধী জয়ন্তী উপলক্ষে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংক।
৩ অক্টোবর : শারদীয়া নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তী।
৬ অক্টোবর : রবিবার, সাপ্তাহিক ছুটি।
১০ অক্টোবর : মহা সপ্তমী / দশেরা ।
আরোও পড়ুন : ওয়ান টাইম Investment! জীবনভর পাবেন লাখ টাকার Pension! এই স্কিমের কথা জানেন তো?
১১ অক্টোবর : দশেরা/আয়ুধা পুজো/দুর্গা পুজো/দুর্গা অষ্টমী।
১২ অক্টোবর : দশেরা/দুর্গাপুজো ও দ্বিতীয় শনিবার।
১৪ অক্টোবর : দশেরা ও দুর্গাপুজো উপলক্ষে গ্যাংটকে ছুটি।
১৬ অক্টোবর : লক্ষ্মীপুজো উপলক্ষে আগরতলা ও কলকাতায় ব্যাংক বন্ধ।
১৭ অক্টোবর : মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কাটি বিহু।
২০ অক্টোবর : রবিবার, সাপ্তাহিক ছুটি।
২৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে যোগদান দিবস এবং চতুর্থ শনিবার।
২৭ অক্টোবর : রবিবার, সাপ্তাহিক ছুটি।
৩১ অক্টোবর : দীপাবলি/কালীপুজো/সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন।