হায় হায়! বছর শেষে ৭ দিন খুলবে না ব্যাঙ্ক! হলিডে লিস্টটা দেখেছেন তো? নাহলেই বাড়বে ভোগান্তি

বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে প্রায় শেষ হওয়ার পথে ২০২৪। বড়দিন, নিউ ইয়ার উপলক্ষে এখন গোটা দেশেই উৎসবের আমেজ। ২৫ ডিসেম্বর সাধারণত বন্ধ থাকে স্কুল-কলেজ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে ২৫ ডিসেম্বর ছাড়াও বছর শেষে রয়েছে একাধিক ব্যাংক হলিডে (Bank Holiday)। হিসাব করলে দেখা যাচ্ছে ২০২৪ সালের শেষ সপ্তাহে গোটা দেশে মোট সাত দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। প্রতিদিন অবশ্য সব জায়গায় ব্যাংক হলিডে (Bank Holiday) প্রযোজ্য হয় না।

আরোও পড়ুন : ক্রমশ গভীর হচ্ছে সম্পর্ক! ৫৩ বছর পর বাংলাদেশে “এন্ট্রি” পাকিস্তানি সেনার, চিন্তা বাড়ছে ভারতের

রাজ্যভিত্তিতে ব্যাংকের ছুটির (Bank Holiday) তালিকা ভিন্ন। রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ছুটির তালিকা অনুযায়ী, ২৫ ডিসেম্বর গোটা দেশেই বন্ধ ছিল ব্যাংক। আবার ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ উপলক্ষে ব্যাংক বন্ধ ছিল মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ইত্যাদি রাজ্যে। বেশ কিছু রাজ্যে বড়দিন উপলক্ষে চার দিন বন্ধ ব্যাংক। মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ে ২৬ ডিসেম্বর ব্যাংক হলিডে। বড়দিন উপলক্ষে নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

বছর শেষে ব্যাংক হলিডে (Bank Holiday)

২৮ ডিসেম্বর চতুর্থ শনিবার। নিয়ম অনুযায়ী চতুর্থ শনিবার গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংকের কাজকর্ম।

২৯ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি। এদিন সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

৩০ ডিসেম্বর সোমবার ব্যাংক বন্ধ থাকবে মেঘালয়ে।

নিউ ইয়ার ইভ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে মিজোরাম এবং সিকিমে।

bank holiday janmashtami 2022 1660793190807 1660793190945 1660793190945

প্রসঙ্গত, ব্যাংকের (Bank) শাখার কার্যকলাপ বন্ধ থাকলেও সচল থাকবে এটিএম পরিষেবা। তাই এটিএম থেকে টাকা তোলা বা জমা করার কাজ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও বছরের ৩৬৫ দিন সচল থাকে নেট ব্যাংকিং ও অ্যাপ পরিষেবা। তাই অনলাইনেও সারতে পারবেন ব্যাংকের কাজ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর