বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পরই পড়তে চলেছে এপ্রিল মাস। আমাদের দেশে এপ্রিল মাস শুরু মানেই নতুন আর্থিক বর্ষ শুরু হওয়া। অন্যদিকে, মার্চ হল শেষ আর্থিক মাস। এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি সরকারি ও বেসরকারি দপ্তরে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা লক্ষ্য করা যায়। অন্যদিকে, আগামী এপ্রিল মাসে বেশ কিছুদিন বিভিন্ন কারণে বন্ধ (Closed) থাকবে ব্যাঙ্ক (Bank)। ২০২২-২৩ আর্থিক বছরের শেষ মাসে এসে জেনে নেব সেই খবর।
বর্তমান অনলাইন যুগে বহু ব্যাঙ্কের কাজই ঘরে বসেই ইন্টারনেট মাধ্যমে হয়। এর ফলে ব্যাঙ্কের কাজ করার জন্য অনেক সময় গ্রাহকদের ব্রাঞ্চে যেতে হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিবছর গ্রাহকদের সুবিধার জন্য হলিডে ক্যালেন্ডার প্রকাশ করে। এই ক্যালেন্ডারে উল্লেখ থাকে বছরের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই তালিকা অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক আগামী এপ্রিল মাসে দেশের কোন কোন জায়গায় কবে কবে ব্যাংক বন্ধ।
১ এপ্রিল: আইজল, শিলং, সিমলা ও চণ্ডীগঢ় ব্যতীত বার্ষিক ক্লোজিংয়ের কারণে সাধারণ মানুষ ব্যাঙ্ক পরিষেবা পাবেন না।
২ এপ্রিল: রবিবার, ব্যাঙ্ক বন্ধ সারা ভারতবর্ষে।
৪ এপ্রিল: আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতায় মহাবীর জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক খোলা থাকবে না।
৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী। হায়দরাবাদে এদিন হবে না ব্যাঙ্কের কাজ।
৭ এপ্রিল: গুড ফ্রাইডে। আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া দেশের বাকি অংশ বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮ এপ্রিল: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশে বন্ধ ব্যাঙ্ক পরিষেবা।
৯ এপ্রিল: রবিবার। পাবলিক হলিডে।
১৪ এপ্রিল: আম্বেদকর জন্মজয়ন্তী। আইজল, ভোপাল, নয়াদিল্লি, রায়পুর, শিলং ও সিমলা ছাড়া সারাদেশেই খোলা থাকবে না ব্যাঙ্ক।
১৫ এপ্রিল : বিশু, বোহাগ বিহু, হিমাচল দিবস, বাংলা নববর্ষ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ যথাক্রমে আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা এবং তিরুবনন্তপুরমে।
১৬ এপ্রিল : রবিবার, ব্যাঙ্ক বন্ধ।
১৮ এপ্রিল : জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।
২১ এপ্রিল : ইদ-উল-ফিতর। এরফলে ব্যাঙ্ক খুলবে না আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর ও তিরুবনন্তপুরমে।
২২ এপ্রিল : চতুর্থ শনিবার উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ এপ্রিল : রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
৩০ এপ্রিল : রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।