জুলাই মাসে ১২ দিন কাজ হবে না ব্যাঙ্কে! সমস্যায় পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পরেই পড়তে চলেছে জুলাই মাস। প্রায় প্রতি মাসেই থাকে পাবলিক হলিডে। এছাড়াও রয়েছে সাধারণ ছুটি। তবে ব্যাংকের (Bank) ছুটি রাজ্য অনুযায়ী আলাদা হয়ে থাকে। কিছু ন্যাশনাল হলিডে ছাড়া এক এক জায়গায় ব্যাংকের ছুটি এক এক রকম।

আজ আমরা এই প্রতিবেদনে জেনে নেব জুলাই মাসে কবে কোথায় রয়েছে ব্যাংক হলিডে (Holiday)। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সব রবিবার সারা দেশেই বন্ধ থাকে ব্যাংক। ব্যাংকের অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাংক। সেই তালিকা অনুযায়ী কোথায় কবে ব্যাংক বন্ধ চলুন জেনে নেওয়া যাক।

আরোও পড়ুন : ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সেনাবাহিনী, প্রধানমন্ত্রী এবং RBI, সামনে এল রিপোর্ট

৩ জুলাই: শিলংয়ে দিয়েনখলাম উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।

৬ জুলাই: মিজোরামের আইজলে ৬ জুলাই এমএইচআইপি দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

৭ জুলাই: এদিন রবিবার, অর্থাৎ সাধারণ ছুটি। গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ থাকবে।

৮ জুলাই: কং-রথযাত্রা উপলক্ষে ৮ তারিখ ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে।

৯ জুলাই: গ্যাংটকে দ্রুকপা শে-জি উপলক্ষে এদিন ব্যাংক হলিডে।

আরোও পড়ুন : হারানো সম্মান ফিরে পেতে মরিয়া দীপা! জোর টক্কর ফুলকি-পর্ণার! TRP লিস্টে ফার্স্ট পজিশন কার?

১৩ জুলাই: ১৩ তারিখ জুলাই মাসের দ্বিতীয় শনিবার। তাই গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ থাকবে।

১৪ জুলাই: ১৪ জুলাই রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ।

১৬ জুলাই: হরেলা উৎসব উপলক্ষে এদিন দেরাদুনে বন্ধ থাকবে ব্যাংক।

Banks are closed for 5 days, check the list of holidays.

১৭ জুলাই: মহরমের জন্য এদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। পানাজি, তিরুবনন্তপুরম, কোচি, কোহিমা, ইটানগর, ইম্ফল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, চণ্ডীগড়, ভুবনেশ্বর, আহমেদাবাদ ছাড়া অন্যান্য রাজ্যে এদিন ব্যাংক বন্ধ।

২১ জুলাই: রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

২৭ জুলাই: মাসের চতুর্থ শনিবার গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে।

২৮ জুলাই: এদিন রবিবার। তাই সারা দেশেই স্বাভাবিক নিয়মেই বন্ধ থাকবে ব্যাংক।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর