বাংলাহান্ট ডেস্ক : আর হাতেগোনা কয়েকটা দিন, তারপর শুরু হয়ে যাবে বছরের তৃতীয় মাস মার্চ। রিজার্ভ ব্যাঙ্কের তালিকা বলছে, গোটা ভারতে মোট ১৩ দিন ব্যাঙ্ক (Bank Holidays) বন্ধ থাকতে চলেছে মার্চ মাসে। দোল বা হোলির মতো বড় উৎসব পড়েছে মার্চ মাসে। পাশাপাশি রয়েছে বিহার দিবস, শবে কদর, জামাআতুল বিদা-র মতো একাধিক ছুটির দিন। তারই সাথে মার্চ মাসে রয়েছে পাঁচটি রবিবার।
অনেকেই হয়ত জানেন, রাজ্য ও শহর বিশেষে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা হয়ে থাকে ভিন্ন। জাতীয় ছুটির দিনগুলিতে গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকে। পাশাপাশি প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রত্যেক রবিবার ব্যাঙ্ক হলিডে। এছাড়াও ব্যাঙ্কের ছুটির তালিকা নির্ভর করে স্থানীয় পার্বণের উপর। রাজ্য বিশেষে মার্চ মাসে কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) তার তালিকা দেখে নিন আজ।
মার্চ মাসে কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays):
• ২ মার্চ – রবিবার, দেশের প্রত্যেকটি প্রান্তে সাধারণ ছুটি।
• ৭ মার্চ – চাপচর কূট উৎসব উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ।
• ৮ মার্চ – চাপচর কূট উৎসব উপলক্ষে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে আইজলে।
• ৯ মার্চ – দ্বিতীয় শনিবার, দেশের সব জায়গায় সাপ্তাহিক ছুটি।
• ১৩ মার্চ – হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ দেরাদুন, কানপুর, লখনউ, রাঁচি ও তিরুবন্তপুরমে।
আরোও পড়ুন : তেজসের দেখা নেই! HAL-এর ওপরে ক্ষুব্ধ বায়ুসেনা প্রধান, সমস্যা খুঁজতে “অ্যাকশন” প্রতিরক্ষা মন্ত্রকের
• ১৪ মার্চ – হোলি উপলক্ষে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
• ১৫ মার্চ – ইয়াওসেং দিবস উপলক্ষে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, পাটনায় ব্যাঙ্ক বন্ধ।
• ১৬ মার্চ – রবিবার, সাপ্তাহিক ছুটি।
• ২২ মার্চ – বিহার উৎসব উপলক্ষে বিহারে ব্যাঙ্ক বন্ধ। পাশাপাশি চতুর্থ শনিবার হওয়ার কারণে এদিন গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা পরিষেবা।
• ২৩ মার্চ – রবিবার, গোটা দেশে সাপ্তাহিক ছুটি।
• ২৭ মার্চ – শবে কদর উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৮ মার্চ – জামাআতুল বিদা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ জম্মু ও শ্রীনগরে।
• ৩০ মার্চ – রবিবার, সাপ্তাহিক ছুটি।
• ৩১ মার্চ – এদিন ঈদ উপলক্ষে গোটা দেশেই ছুটি ঘোষণা করেছিল আরবিআই। তবে গত সপ্তাহে আরবিআই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩১ মার্চ ব্যাঙ্ক ক্লোজিং ডে, তাই বাতিল করা হয়েছে ঈদের ছুটি।