রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি

 

বাবলু প্রামাণিক জয়নগর

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা র নিমপীঠ বাজারে।অন্যান্য দিনের মতো গতকাল রাতে নিমপীঠ বাজারে” এস বি আই” নিমপীঠ শাখার অন্তর্গত এক গ্রাহক পরিষেবা কেন্দ্র এর কর্ণধার সন্ধ্যা দাস পরিষেবা কেন্দ্র বন্ধ করে বাড়ি যায়। সারারাত দফায় দফায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া দিতে থাকে, আর তারই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই পরিষেবা কেন্দ্রের শাটার ভাঙ্গে এবং ভিতরে ঢুকে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেয় ।

 

আজ সকালে ওই বাজারেরএক ব্যবসায়ী পরিষেবা কেন্দ্রের শাটার ভাঙা দেখে সন্ধ্যা দেবীকে খবর দেয়, এরপর তিনি এসে দেখেন তার পরিষেবা কেন্দ্রের কলাপসিবল গেট এবং শাটার ভাঙ্গা ভিতর সমস্ত দরকারি কাগজপত্র ওলট-পালট হয়ে আছে এবং তার টাকা থাকা দুটি বাক্স ভেঙে প্রায় ১লক্ষ ৬৬ হাজার টাকার মতো চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

IMG 20190729 WA0071

এই ঘটনায় চিন্তিত হয়ে পড়ে নিমপীঠ বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ বেশ কিছুদিন যাবৎ এলাকায় অসামাজিক কাজকর্ম বাড়ছে পুলিশকে জানিয়ে কোন কাজ হয়নি, তাই প্রশাসন যদি এ বিষয়ে গুরুত্ব দেয় তাহলে আগামী দিনের এ ধরনের ঘটনা আর ঘটবে না।খবর দেওয়া হয় বকুলতলা থানা য়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বকুলতলা থানার পুলিশ। সন্ধ্যা দাস বকুলতলা থানায় অভিযোগ জানালে তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ ।তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।


সম্পর্কিত খবর